ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নীলার মোড়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার কোষাধ্যক্ষ সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, আওয়ামী লীগ নেতা রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন ‘তীব্র শীতে আমাদের সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ। তাদের সাহায্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শীতার্তদের দুঃখ দূর করা সম্ভব হবে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষক দল:
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হেয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তরিকুল ইসলাম বিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জুড়ানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস রহমান, পৌর বিএনপি নেতা মো. হারুন মালিক ও আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্যসচিব ও ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন।
মোমিনপুর:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরিষাডাঙ্গা গ্রামে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের চুয়াডাঙ্গাতে একটু শীত বেশি। এই শীতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে, সবাই মিলে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে কাজ করছেন তাঁর সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর (মেম্বার) প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত

আপলোড টাইম : ০৮:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নীলার মোড়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার কোষাধ্যক্ষ সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, আওয়ামী লীগ নেতা রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন ‘তীব্র শীতে আমাদের সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ। তাদের সাহায্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে শীতার্তদের দুঃখ দূর করা সম্ভব হবে।’
চুয়াডাঙ্গা জেলা কৃষক দল:
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হেয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তরিকুল ইসলাম বিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জুড়ানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস রহমান, পৌর বিএনপি নেতা মো. হারুন মালিক ও আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্যসচিব ও ইউপি চেয়ারম্যান মো. তবারক হোসেন।
মোমিনপুর:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরিষাডাঙ্গা গ্রামে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা আওয়ামী কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের চুয়াডাঙ্গাতে একটু শীত বেশি। এই শীতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে, সবাই মিলে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গড়তে কাজ করছেন তাঁর সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর (মেম্বার) প্রমুখ।