ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কিমিটির কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে এ অবৈধ রায় দেওয়ায় তা প্রত্যাখ্যান করে স্লোগান দেন।

চুয়াডাঙ্গা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা ছাত্রদল। গতকাল শনিবার বেলা তিনটায় জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। গতকাল জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বৃহস্পতিবার আদালত উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জারি করেছেন। আজ্ঞাবহ আদালতের এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, ইনতিয়ার হোসেন ইরন, সাহাবুদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, জমির উদ্দিন, সাইমুজ্জামান মিশাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মিছিলে দেশনায়ক তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে এ অবৈধ রায় দেওয়ায় তা প্রত্যাখ্যান করে স্লোগান দেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।


ঝিনাইদহ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। দলটির জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের কুটুম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‘সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার ভয় পেয়ে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি না করে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পদ জব্দের আদেশ প্রত্যাহার করুন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পত্তি বাজেয়াপ্ত করায়

আপলোড টাইম : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের প্রতিবাদে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কিমিটির কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে এ অবৈধ রায় দেওয়ায় তা প্রত্যাখ্যান করে স্লোগান দেন।

চুয়াডাঙ্গা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা ছাত্রদল। গতকাল শনিবার বেলা তিনটায় জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। গতকাল জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বৃহস্পতিবার আদালত উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিণী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জারি করেছেন। আজ্ঞাবহ আদালতের এই রায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাইফুল ইসলাম, ইনতিয়ার হোসেন ইরন, সাহাবুদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, আশিকুর রহমান, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, জমির উদ্দিন, সাইমুজ্জামান মিশাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মিছিলে দেশনায়ক তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে এ অবৈধ রায় দেওয়ায় তা প্রত্যাখ্যান করে স্লোগান দেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।


ঝিনাইদহ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পদ জব্দের আদেশের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। দলটির জেলা শাখার আয়োজনে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের কুটুম কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সাধারণ আশরাফুল ইসলাম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‘সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার ভয় পেয়ে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি না করে তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমান’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পদ জব্দের আদেশ প্রত্যাহার করুন।’