ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাষ্ট্রকাঠামো মেরামত বিষয়ে আলোচনা সভায় নিতাই রায় চৌধুরী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, এ দেশে কোনো গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, রেকর্ড নেই। আগামী ১০০ বছরেও তারা আসবে না। কারণ এই দেশের শতকরা ৮০% মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। নিতাই রায় গতকাল মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখার ও বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা কি তাদের আছে? বিএনপির এই প্রবীণ নেতা বলেন, রাষ্ট্রকাঠামো কী? স্টেট মেশিনারিটা কী? আমরা কাঠামো বলতে কী বোঝাতে চেয়েছি, কী বলতে চেয়েছি, সেটা ওবাইদুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাদের বোঝার জ্ঞান-বুদ্ধি নেই। তাদের একটাই ধারণা, তাহলো জোর করে ক্ষমতায় থাকতে হবে। তিনি বলেন, দেশ-বিদেশের মানুষ বুঝে গেছে হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এই চোরের হাত থেকে দেশ বাঁচাতে হবে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে রাষ্ট্রকাঠামো মেরামত বিষয়ে আলোচনা সভায় নিতাই রায় চৌধুরী

আপলোড টাইম : ১০:২৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

ঝিনাইদহ অফিস:
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, এ দেশে কোনো গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, রেকর্ড নেই। আগামী ১০০ বছরেও তারা আসবে না। কারণ এই দেশের শতকরা ৮০% মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। নিতাই রায় গতকাল মঙ্গলবার ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে দলটির ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখার ও বিশ্লেষণ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ১০ দফা ও ২৭ দফা নিয়ে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা অনেক কথাই বলছেন। তারা এটা বুঝেছেন কি না, সেই বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা কি তাদের আছে? বিএনপির এই প্রবীণ নেতা বলেন, রাষ্ট্রকাঠামো কী? স্টেট মেশিনারিটা কী? আমরা কাঠামো বলতে কী বোঝাতে চেয়েছি, কী বলতে চেয়েছি, সেটা ওবাইদুল কাদেরসহ আওয়ামী লীগের নেতাদের বোঝার জ্ঞান-বুদ্ধি নেই। তাদের একটাই ধারণা, তাহলো জোর করে ক্ষমতায় থাকতে হবে। তিনি বলেন, দেশ-বিদেশের মানুষ বুঝে গেছে হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় রয়েছে। এই চোরের হাত থেকে দেশ বাঁচাতে হবে।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।