ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায়- ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান সমূহ এ অনুষ্ঠানটি আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজসেবার কলেবর দিনদিন উন্নত হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে সেই কথা চিন্তা করেই তিনি সমাজসেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছিলেন। আজ বঙ্গবন্ধু না থাকলেও তারই সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে বিভিন্ন ভাতা চালু করেছেন। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। তিনি একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি দেশের মানচিত্র। আজ আমরা যে দেশের মানচিত্রের উপর দাঁড়িয়ে আছি সেটা বঙ্গবন্ধুর অবদান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবারের স্লোগান ছিল ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত সমাজ সেবা অফিসার সাঈদ হাসান।
কলেজিয়েট স্কুলের উপাধাক্ষ শামীম রেজার উপস্থাপানায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চমান সহকারী মনিরুজ্জামান, ফিল্ড সুপারভাইজার নাজমুল হাসান পলাশ, সালমা খাতুন, ইতি অধিকারী, খোদাবক্স, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর:
নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আলোচনা সভা, সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদেদ চেয়ারম্যান মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। সভায় বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড, বিনা সুদে ঋণ প্রদান, শ্রেষ্ঠ সমাজসেবা কর্মীদের সম্মাননা স্মারকসহ পথশিশু, উদ্যোক্তা ও ৫০ জন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মুজিবনগর:
মুজিবনগরে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালন করা হয়। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা নকিব উদ্দীনসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ২৫ জনের মধ্যে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায়- ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে সারা দেশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত হয়েছে। গতকাল সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য উন্নত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকারের পক্ষ থেকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, দিবসটি তারই বার্তা নিয়ে হাজির হয়।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্বেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান সমূহ এ অনুষ্ঠানটি আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজসেবার কলেবর দিনদিন উন্নত হচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের কথা চিন্তা করতেন। তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে সেই কথা চিন্তা করেই তিনি সমাজসেবার মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা চালু করেছিলেন। আজ বঙ্গবন্ধু না থাকলেও তারই সুযোগ্য কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে দেশে বিভিন্ন ভাতা চালু করেছেন। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছে। তিনি একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি দেশের মানচিত্র। আজ আমরা যে দেশের মানচিত্রের উপর দাঁড়িয়ে আছি সেটা বঙ্গবন্ধুর অবদান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ প্রমুখ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ে উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবারের স্লোগান ছিল ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত সমাজ সেবা অফিসার সাঈদ হাসান।
কলেজিয়েট স্কুলের উপাধাক্ষ শামীম রেজার উপস্থাপানায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চমান সহকারী মনিরুজ্জামান, ফিল্ড সুপারভাইজার নাজমুল হাসান পলাশ, সালমা খাতুন, ইতি অধিকারী, খোদাবক্স, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর:
নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আলোচনা সভা, সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা সমাজসেবা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদেদ চেয়ারম্যান মো. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। সভায় বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। এর আগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড, বিনা সুদে ঋণ প্রদান, শ্রেষ্ঠ সমাজসেবা কর্মীদের সম্মাননা স্মারকসহ পথশিশু, উদ্যোক্তা ও ৫০ জন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মুজিবনগর:
মুজিবনগরে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’ প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালন করা হয়। দিবসটি উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা নকিব উদ্দীনসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার ২৫ জনের মধ্যে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।