ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগরের উথলী ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবননগর উপজেলার উথলী আমতলাপাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৭০) ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে মুজারুল ইসলাম মণ্ডল (৪৫)।

জানা যায়, গতকাল বিকেলে আব্দুল হামিদ গ্রামের মসজিদে নামাজ পড়া শেষে চা খাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আব্দুল হামিদ। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলে ধাক্কায় আব্দুল হামিদ নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অবিযোগ পাওয়া যায়নি। আইনানূগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে, গতকাল সকালে বাইসাইকেলযোগে মুজারুল ইসলাম পিরোজপুর থেকে মেহেরপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে পৌঁছালে একটি পাওয়ার টলির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাইসাইকেলযোগে পিরোজপুর থেকে মেহেরপুরে আসার পথে একটি পাওয়ার ট্রলির ধাক্কায় মুজারুল ইসলাম মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনানূগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

আপলোড টাইম : ০৭:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার জীবননগরের উথলী ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জীবননগর উপজেলার উথলী আমতলাপাড়ার মৃত মিনাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৭০) ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে মুজারুল ইসলাম মণ্ডল (৪৫)।

জানা যায়, গতকাল বিকেলে আব্দুল হামিদ গ্রামের মসজিদে নামাজ পড়া শেষে চা খাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আব্দুল হামিদ। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলে ধাক্কায় আব্দুল হামিদ নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অবিযোগ পাওয়া যায়নি। আইনানূগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।

এদিকে, গতকাল সকালে বাইসাইকেলযোগে মুজারুল ইসলাম পিরোজপুর থেকে মেহেরপুরে যাচ্ছিলেন। পথের মধ্যে মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে পৌঁছালে একটি পাওয়ার টলির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাইসাইকেলযোগে পিরোজপুর থেকে মেহেরপুরে আসার পথে একটি পাওয়ার ট্রলির ধাক্কায় মুজারুল ইসলাম মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনানূগ প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।’