ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৫৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রাম থেকে সোনা ভানু (৪১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মান্দিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোনা ভানু মান্দিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

নিহত সোনা ভানুর ভাই জাফিরুল বলেন, স্বামী আতিয়ারের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার বোনের বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাকে মারধর করত আতিয়ার। এর ধারাবাহিকতায় রাতের কোনো এক সময় আমার বোনকে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে সে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড টাইম : ০৬:৫৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রাম থেকে সোনা ভানু (৪১) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে মান্দিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোনা ভানু মান্দিয়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

নিহত সোনা ভানুর ভাই জাফিরুল বলেন, স্বামী আতিয়ারের সঙ্গে বেশ কিছুদিন ধরে আমার বোনের বনিবনা হচ্ছিল না। প্রায়ই তাকে মারধর করত আতিয়ার। এর ধারাবাহিকতায় রাতের কোনো এক সময় আমার বোনকে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে সে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।