ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে রাতের অন্ধকারে কলার কাঁদি কেটে তসরুপ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়ার মাঠে চাষী খায়রুলের ১৫ কাঠা জমির কলার কাঁদি কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক খায়রুল ইসলাম বলেন, ‘আমি অন্যের জমিতে কাজ করে, জন খেটে এই ১৫ কাঠা জমিতে কলা চাষ করেছিলাম। অন্য চাষের থেকে কলা চাষ একটু ভিন্ন, দীর্ঘদিন যত্ন নেওয়ার পর এই পর্যন্ত আনা সম্ভব হয়। এই কলাবাগানে আমার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। আমার কলাবাগান পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু হঠাৎ সকালে পাশের জমির মালিক আমাকে খবর দিলে আমি এসে দেখি সবগুলো গাছের কালার কাঁদি কে বা কারা রাতের অন্ধকারে কেটে তসরুপ করেছে। আমার শেষ সম্বলটুকু তারা রাতের অন্ধকারে এভাবে কেড়ে নিলো।’ এ বলে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক। তিনি দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন। এ ঘটনায় মুজিবনগর থানায় জিডি করার প্রক্রিয়া চলছে বলে জানান ভুক্তভোগী কৃষক খাইরুল ইসলাম।

ইউপি সদস্য আরিফ হোসেন জানান, শত্রুতামূলকভাবে একজন কৃষকের ক্ষতি করা খুবই দুঃখজনক। ফসলের ক্ষতি শুধু কৃষকের একার ক্ষতি না, দেশের উৎপাদনেরও ক্ষতি। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে রাতের অন্ধকারে কলার কাঁদি কেটে তসরুপ

আপলোড টাইম : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

প্রতিবেদক, মুজিবনগর:
মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণ পাড়ার মাঠে চাষী খায়রুলের ১৫ কাঠা জমির কলার কাঁদি কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক খায়রুল ইসলাম বলেন, ‘আমি অন্যের জমিতে কাজ করে, জন খেটে এই ১৫ কাঠা জমিতে কলা চাষ করেছিলাম। অন্য চাষের থেকে কলা চাষ একটু ভিন্ন, দীর্ঘদিন যত্ন নেওয়ার পর এই পর্যন্ত আনা সম্ভব হয়। এই কলাবাগানে আমার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। আমার কলাবাগান পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু হঠাৎ সকালে পাশের জমির মালিক আমাকে খবর দিলে আমি এসে দেখি সবগুলো গাছের কালার কাঁদি কে বা কারা রাতের অন্ধকারে কেটে তসরুপ করেছে। আমার শেষ সম্বলটুকু তারা রাতের অন্ধকারে এভাবে কেড়ে নিলো।’ এ বলে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক। তিনি দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করেন। এ ঘটনায় মুজিবনগর থানায় জিডি করার প্রক্রিয়া চলছে বলে জানান ভুক্তভোগী কৃষক খাইরুল ইসলাম।

ইউপি সদস্য আরিফ হোসেন জানান, শত্রুতামূলকভাবে একজন কৃষকের ক্ষতি করা খুবই দুঃখজনক। ফসলের ক্ষতি শুধু কৃষকের একার ক্ষতি না, দেশের উৎপাদনেরও ক্ষতি। দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’