ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে চাঞ্চল্যকর জনি হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরে মোবাইল ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যা মামলার প্রধান আসামি সজীব আহম্মেদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ র‌্যাব-৬ পাশর্^বর্তী কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যার মূলহোতা অপু হত্যাকাণ্ডটি ঘটিয়ে মনোহরদি গ্রামের এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে জনিকে ছুরিকাঘাত করে খুন করে সজীব আহম্মেদ অপু ও তার সহযোগীরা। এ ঘটনায় রাতেই জনির ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসামি অপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, মোবাইল বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে হত্যা করে পালিয়ে যায় অপু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু র‌্যাবকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

হরিণাকুণ্ডুতে চাঞ্চল্যকর জনি হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু শহরে মোবাইল ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যা মামলার প্রধান আসামি সজীব আহম্মেদ অপুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে ঝিনাইদহ র‌্যাব-৬ পাশর্^বর্তী কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, ব্যবসায়ী হামিদুল ইসলাম জনি হত্যার মূলহোতা অপু হত্যাকাণ্ডটি ঘটিয়ে মনোহরদি গ্রামের এক আত্মীয়ের বাড়ি আশ্রয় নেয়। র‌্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে জনিকে ছুরিকাঘাত করে খুন করে সজীব আহম্মেদ অপু ও তার সহযোগীরা। এ ঘটনায় রাতেই জনির ভাই ছাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার ১২ ঘণ্টার মধ্যে আসামি অপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, মোবাইল বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে হত্যা করে পালিয়ে যায় অপু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু র‌্যাবকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।