ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে দিন-দুপুরে চুরির ঘটনায় সন্দেহভাজন পাঁচজন আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৬৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে দুই বাড়িতে চুরির ঘটনায় চোর সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশের কয়েকটি দল পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটককৃত এসব আসামিদের নামে এর আগেও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- গাংনী পৌর এলাকার পূর্ব মালশাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১), গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হারুন-অর রশীদের ছেলে রবিউল ইসলাম (২১), পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯), একই গ্রামের মামুন হোসেনের ছেলে জনি মিয়া (৩০) ও ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশিদুল ইসলাম (২১)।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়। আটককৃতদের গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর আদালতে নেওয়া হয়েছে। সেই সাথে আটককৃতদের রিমান্ডের আবেদনও করা হয়েছে। উল্লেখ্য, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে চোর চক্রটি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে দিন-দুপুরে চুরির ঘটনায় সন্দেহভাজন পাঁচজন আটক

আপলোড টাইম : ০৯:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে দুই বাড়িতে চুরির ঘটনায় চোর সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশের কয়েকটি দল পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটককৃত এসব আসামিদের নামে এর আগেও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- গাংনী পৌর এলাকার পূর্ব মালশাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১), গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হারুন-অর রশীদের ছেলে রবিউল ইসলাম (২১), পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯), একই গ্রামের মামুন হোসেনের ছেলে জনি মিয়া (৩০) ও ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশিদুল ইসলাম (২১)।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করা হয়। আটককৃতদের গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর আদালতে নেওয়া হয়েছে। সেই সাথে আটককৃতদের রিমান্ডের আবেদনও করা হয়েছে। উল্লেখ্য, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে চোর চক্রটি।