ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে রিকশার নতুন ব্যাটারি লাগিয়ে ভাড়া মারা হলো না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ, অফিস: রিকশায় নতুন ব্যাটারি লাগিয়ে গত বৃহস্পতিবার ভাড়ার জন্য বের হয়েছিলেন কুমার চন্দ্র দাস (৬১)। কিন্ত এই ব্যাটারি তার কাল হলো। ১২ হাজার টাকার ব্যাটারির জন্য তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুমার চন্দ্র দাস ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া গ্রামের পাগল চন্দ্র দাসের ছেলে।

প্রতিবেশী ষাটবাড়িয়া গ্রামের সোনা কুমার দাস জানান, বৃহস্পতিবার রিকশার নতুন ব্যাটারি লাগিয়ে কুমার দাস ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি আরও জানান, হয়ত ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে নিয়ে যায়। সোনার ভাষ্যমতে, গতকাল সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি বাইপাস সড়কের পাশে কুমার দাসকে অচেতন অবস্থায় পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহা জানান, কুমার দাসের মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। আঘাতজনিত কারণে তার ব্রেইনে রক্ত জমে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুর্বৃত্তরা কুমার দাসের রিকশার ব্যাটারি নিতেই মূলত তাকে নির্জন স্থানে নিয়ে আঘাত করে। আঘাতজনিত কারণে গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ অভিযান চালিয়ে শহরের আরাপপুর জামতলা থেকে কুমার দাসের ছিনতাই হওয়া রিকশা উদ্ধার করেছে। দুর্বৃত্তদের চিহ্নত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে রিকশার নতুন ব্যাটারি লাগিয়ে ভাড়া মারা হলো না

আপলোড টাইম : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

ঝিনাইদহ, অফিস: রিকশায় নতুন ব্যাটারি লাগিয়ে গত বৃহস্পতিবার ভাড়ার জন্য বের হয়েছিলেন কুমার চন্দ্র দাস (৬১)। কিন্ত এই ব্যাটারি তার কাল হলো। ১২ হাজার টাকার ব্যাটারির জন্য তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কুমার চন্দ্র দাস ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া গ্রামের পাগল চন্দ্র দাসের ছেলে।

প্রতিবেশী ষাটবাড়িয়া গ্রামের সোনা কুমার দাস জানান, বৃহস্পতিবার রিকশার নতুন ব্যাটারি লাগিয়ে কুমার দাস ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি আরও জানান, হয়ত ছিনতাইকারীরা যাত্রী সেজে তাকে নিয়ে যায়। সোনার ভাষ্যমতে, গতকাল সকাল ৮টার দিকে ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি বাইপাস সড়কের পাশে কুমার দাসকে অচেতন অবস্থায় পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহা জানান, কুমার দাসের মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। আঘাতজনিত কারণে তার ব্রেইনে রক্ত জমে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, দুর্বৃত্তরা কুমার দাসের রিকশার ব্যাটারি নিতেই মূলত তাকে নির্জন স্থানে নিয়ে আঘাত করে। আঘাতজনিত কারণে গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ অভিযান চালিয়ে শহরের আরাপপুর জামতলা থেকে কুমার দাসের ছিনতাই হওয়া রিকশা উদ্ধার করেছে। দুর্বৃত্তদের চিহ্নত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।