ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাংনী উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেক্সোনা খাতুন করমদি গ্রামের সৌদি আরব প্রবাসী হাসানের ২য় স্ত্রী ও রামনগর গ্রামের আনসার আলীর মেয়ে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, ‘রেক্সোনা হঠাৎ বমি করলে তাকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বামন্দির ফজলু ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ও পরবর্র্তীতে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রেক্সোনাকে মৃত ঘোষণা করেন। অনেকেই বলছেন রেক্সোনা বিষপান করে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা তার মুখ থেকে বিষের কোনো গন্ধ পাইনি।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যার পরে পরিবারের সদস্যরা রেক্সোনাকে জরুরি বিভাগে নেয়। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। তবে তিনি বিষপানে আত্মহত্যা করেছে কি না তা নিশ্চত করে বলা সম্ভব হচ্ছে না। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেক্সোনা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

আপলোড টাইম : ০৬:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় রেক্সোনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাংনী উপজেলার করমদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেক্সোনা খাতুন করমদি গ্রামের সৌদি আরব প্রবাসী হাসানের ২য় স্ত্রী ও রামনগর গ্রামের আনসার আলীর মেয়ে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, ‘রেক্সোনা হঠাৎ বমি করলে তাকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বামন্দির ফজলু ক্লিনিকে নিয়ে যাওয়া হয় ও পরবর্র্তীতে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রেক্সোনাকে মৃত ঘোষণা করেন। অনেকেই বলছেন রেক্সোনা বিষপান করে আত্মহত্যা করেছে। কিন্তু আমরা তার মুখ থেকে বিষের কোনো গন্ধ পাইনি।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যার পরে পরিবারের সদস্যরা রেক্সোনাকে জরুরি বিভাগে নেয়। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। তবে তিনি বিষপানে আত্মহত্যা করেছে কি না তা নিশ্চত করে বলা সম্ভব হচ্ছে না। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেক্সোনা লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে।