ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল ইসলামের মৃত্যু, দাফন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক (৮২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে মুজিবনগরের সোনাপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্য্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারিক সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের মৃত নওশের মণ্ডলের ছেলে হামিদুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন এই হামিদুল হক। ১২ জন আনসার সদস্যর মধ্যে হামিদুল হকের মৃত্যুতে আর প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্যদের মধ্যে আর মাত্র দুজন জীবিত থাকলেন।

এদিকে, গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে সালাম গ্রহণ করেন ১৪ আনসার ব্যাটিলিয়ন পরিচালক তরফদার আলমগীর হোসেন, রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় জেলা আনসার এ্যাডজুডেন্ট শাহাদৎ হোসেন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, কোম্পানি কমান্ডার ১৪ আনসার ব্যাটালিয়ন জাহিদুল ইসলাম, সিএ মেহেরপুর আল-মামুন।

মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার মানুষ মরহুমের জানাযায় অংশ নেন। জানাযা শেষে সোনাপুর গ্রাম্য কবরস্থানে তাঁর লাশ দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মহাপরিচালকের পক্ষে পরিবারের প্রতি একটি শোক বার্তা ও দাফনকার্যের জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন এবং বাহিনীর সকল সুযোগ-সুবিধা তার পরিবারের জন্য অব্যাহত থাকবেন বলে জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল ইসলামের মৃত্যু, দাফন সম্পন্ন

আপলোড টাইম : ০১:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক (৮২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে মুজিবনগরের সোনাপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্য্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারিক সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের মৃত নওশের মণ্ডলের ছেলে হামিদুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে গত মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর মৃত্যু হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন এই হামিদুল হক। ১২ জন আনসার সদস্যর মধ্যে হামিদুল হকের মৃত্যুতে আর প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্যদের মধ্যে আর মাত্র দুজন জীবিত থাকলেন।

এদিকে, গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষে সালাম গ্রহণ করেন ১৪ আনসার ব্যাটিলিয়ন পরিচালক তরফদার আলমগীর হোসেন, রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় জেলা আনসার এ্যাডজুডেন্ট শাহাদৎ হোসেন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, কোম্পানি কমান্ডার ১৪ আনসার ব্যাটালিয়ন জাহিদুল ইসলাম, সিএ মেহেরপুর আল-মামুন।

মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণি-পেশার মানুষ মরহুমের জানাযায় অংশ নেন। জানাযা শেষে সোনাপুর গ্রাম্য কবরস্থানে তাঁর লাশ দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। মহাপরিচালকের পক্ষে পরিবারের প্রতি একটি শোক বার্তা ও দাফনকার্যের জন্য নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন এবং বাহিনীর সকল সুযোগ-সুবিধা তার পরিবারের জন্য অব্যাহত থাকবেন বলে জানান।