ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিঝনাইদহে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

চুয়াডাঙ্গা:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সমবায় বিভগের আয়োজনে দিবসটি উপলক্ষে সমবায় ব্যাংক চত্বরের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড্ডয়ন করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে সমবায় ব্যাংক চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমবায়ের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় কার্যালয় চালু করেন। দশের লাঠি একের বোঝা। একা যে কাজ করা সম্ভব হয় না, সেটা সকলে মিলে করলে সহজ হয়। তাই সমবায়ের মাধ্যমে কাজ করলে কঠিন কাজও সহজে করা যায়।’ এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সমবায়ের গুরুত্ব তুলে ধরে সকলকে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে উৎপাদনমুখী সমবায় করার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যাালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতা বানু।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় তন্তবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকু, কেন্দ্রীয় তন্তবায় সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম, টিবিসিসি সমবায় সমিতির চেয়ারম্যান মুকছার আলী, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, হাসান আলী প্রমুখ। সভায় কয়েকজন সমবায়ীকে স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়।

দামুড়হুদা:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তেলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চৌরাস্তার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি দামুড়হুদা সদর ইউপির সদস্য সামসুল ইসলাম, সমবায় সদস্য আলী আজগার সোনা, উপজেলা চুল প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে ক্রেস্ট ও সমবায় সমিতির সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।

জীবননগর:
জীবননগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন প্রমুখ।

মুজিবনগর:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়াম অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ট সমবায়ী প্রধানগনকে ক্রেস্ট প্রদান করা হয়।

গাংনী:
গাংনীতে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ ও সমবায় অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো. মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু ও মনিরুজ্জামান মাস্টার প্রমুখ।

ঝিনাইদহ:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকালে পুরাতন ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি সাইদুল করিম মিণ্টু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাম (ইউএনও) এসএম শাহীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ও জেলা সমবায় অফিসার জাফর ইকবাল। বক্তারা, দেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় পরিচালিত করার আহ্বান জানান। সেই সাথে সমবায়ের নামে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালন

আপলোড টাইম : ০১:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিঝনাইদহে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

চুয়াডাঙ্গা:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সমবায় বিভগের আয়োজনে দিবসটি উপলক্ষে সমবায় ব্যাংক চত্বরের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড্ডয়ন করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়। পরে সমবায় ব্যাংক চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমবায়ের মাধ্যমে জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় কার্যালয় চালু করেন। দশের লাঠি একের বোঝা। একা যে কাজ করা সম্ভব হয় না, সেটা সকলে মিলে করলে সহজ হয়। তাই সমবায়ের মাধ্যমে কাজ করলে কঠিন কাজও সহজে করা যায়।’ এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান সমবায়ের গুরুত্ব তুলে ধরে সকলকে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে উৎপাদনমুখী সমবায় করার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার। আলোচনা সভার শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যাালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মেদ ডন ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মমতা বানু।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় তন্তবায় সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকু, কেন্দ্রীয় তন্তবায় সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম, টিবিসিসি সমবায় সমিতির চেয়ারম্যান মুকছার আলী, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, হাসান আলী প্রমুখ। সভায় কয়েকজন সমবায়ীকে স্বল্প সুদে ঋণ প্রদান করা হয়।

দামুড়হুদা:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দামুড়হুদায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তেলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চৌরাস্তার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগের আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি দামুড়হুদা সদর ইউপির সদস্য সামসুল ইসলাম, সমবায় সদস্য আলী আজগার সোনা, উপজেলা চুল প্রসেসিং সমিতির সভাপতি হাসিবুজ্জামানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে ক্রেস্ট ও সমবায় সমিতির সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।

জীবননগর:
জীবননগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন প্রমুখ।

মুজিবনগর:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়াম অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, গোপালনগর কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার মি. বিভব দেওয়ান, কো-অপারেটিভ অফিসার জয় চক্রবতী, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ট সমবায়ী প্রধানগনকে ক্রেস্ট প্রদান করা হয়।

গাংনী:
গাংনীতে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ ও সমবায় অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মো. মাহবুবুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু ও মনিরুজ্জামান মাস্টার প্রমুখ।

ঝিনাইদহ:
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে গতকাল শনিবার সকালে পুরাতন ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি সাইদুল করিম মিণ্টু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাম (ইউএনও) এসএম শাহীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান ও জেলা সমবায় অফিসার জাফর ইকবাল। বক্তারা, দেশের উন্নয়নে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় পরিচালিত করার আহ্বান জানান। সেই সাথে সমবায়ের নামে সুদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।