ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দিয়ে জোরপূর্বক প্রতিবন্ধীর জমি দখল করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী জমির মালিক ভবরপাড়া গ্রামের প্রতিবন্ধী মাইকেল মল্লিকের ছেলে শিলন মল্লিক বাদী হয়ে ইউপি সদস্য সিবান্তিন ঝড়ু ও তার সহযোগী বল্লভপুর গ্রামের অশোক মল্লিকের ছেলে বাবুল মল্লিকসহ ১৮ জনকে আসামি করে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এই মামলা করেন। মামলা নম্বর- সিআর- ১৯৮/২০২২ (মুজিবনগর)। এদিকে, ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ুর ক্ষমতার অপব্যবহারে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী শিলন মল্লিকের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল ৮ টার দিকে বাদীর অনুপস্থিতিতে ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ু দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বল্লভপুর গ্রামের অশোক মল্লিকের ছেলে ইউপি সদস্য বাবুল মল্লিকসহ ৪ জন ইউপি সদস্য ও ৬ জন গ্রাম পুলিশসহ তার বেশ কিছু গোন্ডা বাহিনী সাথে নিয়ে ভবরপাড়া গ্রামে শিলনের বসত বাড়িতে যায়। এসময় শিলন বাড়ি না থাকায় তারা সন্ত্রাসী কায়দায় তার টিনের বেড়া ভাঙচুর করে বসত বাড়িতে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে। শিলনের স্ত্রী সুমি মল্লিক বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। তারা বাড়ির বিভিন্ন স্থাপনাসহ রান্নাঘরে ভাঙচুর চালায়।’

এছাড়া বুদন মল্লিক বিবাদীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে সিবাস্তিন ঝড়ুর আরেক সহযোগী বাগোয়ান গ্রামের রকিব খাঁ তাকে পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দিয়ে হত্যার হুমকী দেয়। বিবাদীরা প্রকাশ্যে মন্ত্রী ও থানা পুলিশের দোহাই দিয়ে বলে তোরা কিছুই করতে পারবি না।
শিলন মল্লিক আরও বলেন, ‘আমি বাড়ি ফিরে বাধা দিতে গেলে তারা রামদা দিয়ে আমাকে খুন করতে যায়। বিবাদীরা জমি দখলে নিয়ে তার কাটা দিয়ে বেড়া ঘিরে ফিরে যাবার সময় হুমকী দেয় ‘কোন প্রকার মামলা-মোকদ্দমা করলে খুন করে লাশ গুম করে দেব। ভবেরপাড়া মৌজার সাবেক ১২৪১ দাগে ০.০৬ একর নালিশী জমি আমার পূর্বাধিকারী পাচু মল্লিক ও তার সহোদর ভাই নচু মল্লিকের নামে প্রচলিত থাকে। মামলার ১নম্বর বিবাদী সিবাস্তিন ঝড়ুর পূর্বাধিকারী শুকলাল মল্লিকের নামে নালিশী জমির সিএস খতিয়ানে নাম নেই।’

এবিষয়ে ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ু বলেন, ‘আমার দাদু ও পিতার ওয়ারিশ সূত্রে আমি ৬ গুন্ডা জমি পাই এবং গাইতানের চার জন ওয়ারিশের মধ্যে তিন জনের অংশ ১৪ গুন্ডা ক্রয় করে জমি খারিজ করি। খাজনা সম্পূর্ণ আছে এবং উক্ত জমিতে আমার ইট ও একটা চালা এখনো আছে। আমি সেই জমিতে তারের বেড়া দিয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

আপলোড টাইম : ০৯:৪৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ুর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দিয়ে জোরপূর্বক প্রতিবন্ধীর জমি দখল করার ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী জমির মালিক ভবরপাড়া গ্রামের প্রতিবন্ধী মাইকেল মল্লিকের ছেলে শিলন মল্লিক বাদী হয়ে ইউপি সদস্য সিবান্তিন ঝড়ু ও তার সহযোগী বল্লভপুর গ্রামের অশোক মল্লিকের ছেলে বাবুল মল্লিকসহ ১৮ জনকে আসামি করে মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এই মামলা করেন। মামলা নম্বর- সিআর- ১৯৮/২০২২ (মুজিবনগর)। এদিকে, ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ুর ক্ষমতার অপব্যবহারে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার বাদী শিলন মল্লিকের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল ৮ টার দিকে বাদীর অনুপস্থিতিতে ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ু দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বল্লভপুর গ্রামের অশোক মল্লিকের ছেলে ইউপি সদস্য বাবুল মল্লিকসহ ৪ জন ইউপি সদস্য ও ৬ জন গ্রাম পুলিশসহ তার বেশ কিছু গোন্ডা বাহিনী সাথে নিয়ে ভবরপাড়া গ্রামে শিলনের বসত বাড়িতে যায়। এসময় শিলন বাড়ি না থাকায় তারা সন্ত্রাসী কায়দায় তার টিনের বেড়া ভাঙচুর করে বসত বাড়িতে জোর পূর্বক অনাধিকার প্রবেশ করে। শিলনের স্ত্রী সুমি মল্লিক বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকেও মারধর ও শ্লীলতাহানি করে। তারা বাড়ির বিভিন্ন স্থাপনাসহ রান্নাঘরে ভাঙচুর চালায়।’

এছাড়া বুদন মল্লিক বিবাদীদের তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে সিবাস্তিন ঝড়ুর আরেক সহযোগী বাগোয়ান গ্রামের রকিব খাঁ তাকে পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দিয়ে হত্যার হুমকী দেয়। বিবাদীরা প্রকাশ্যে মন্ত্রী ও থানা পুলিশের দোহাই দিয়ে বলে তোরা কিছুই করতে পারবি না।
শিলন মল্লিক আরও বলেন, ‘আমি বাড়ি ফিরে বাধা দিতে গেলে তারা রামদা দিয়ে আমাকে খুন করতে যায়। বিবাদীরা জমি দখলে নিয়ে তার কাটা দিয়ে বেড়া ঘিরে ফিরে যাবার সময় হুমকী দেয় ‘কোন প্রকার মামলা-মোকদ্দমা করলে খুন করে লাশ গুম করে দেব। ভবেরপাড়া মৌজার সাবেক ১২৪১ দাগে ০.০৬ একর নালিশী জমি আমার পূর্বাধিকারী পাচু মল্লিক ও তার সহোদর ভাই নচু মল্লিকের নামে প্রচলিত থাকে। মামলার ১নম্বর বিবাদী সিবাস্তিন ঝড়ুর পূর্বাধিকারী শুকলাল মল্লিকের নামে নালিশী জমির সিএস খতিয়ানে নাম নেই।’

এবিষয়ে ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ু বলেন, ‘আমার দাদু ও পিতার ওয়ারিশ সূত্রে আমি ৬ গুন্ডা জমি পাই এবং গাইতানের চার জন ওয়ারিশের মধ্যে তিন জনের অংশ ১৪ গুন্ডা ক্রয় করে জমি খারিজ করি। খাজনা সম্পূর্ণ আছে এবং উক্ত জমিতে আমার ইট ও একটা চালা এখনো আছে। আমি সেই জমিতে তারের বেড়া দিয়েছি।’