ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়কে ঝরল তরতাজা দুই প্রাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাজীডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক শাহ পরান (১৭) ও তার মামাতো ভাই মোটরসাইকেল আরোহী আল মাহমুদের (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার সদর উপজেলার হাজীডাঙ্গায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ পরাণ মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে ও তার মামাতো ভাই আল মাহমুদ একই গ্রামে নেছার উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঝিনাইদহের জিয়ানগর বাজার থেকে কোটচাঁদপুর যাওয়ার সময় হাজীডাঙ্গা গ্রামের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী দুজনেই গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শাহ পরানকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করেন। যশোর হাসপাতালে নেওয়ার পথে কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে তারও মৃত্যু হয়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই যুবককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শাহ পরানকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। আল মাহমুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে মধুহাটি ইনিয়নের বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, ‘মঙ্গলবার সন্ধ্যার পর জিয়ানগর বাজার থেকে কোটচাঁদপুর যাওয়ার সময় হাজীডাঙ্গা গ্রামের মোড়ে মোটরসাইকেলে নিয়ে দুই যুবক দুর্ঘটনায় পতিত হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হওয়ার কথা আমি শুনেছি। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় যশোর নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য আমি এখন ঘটনাস্থলে রওনা হয়েছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে সড়কে ঝরল তরতাজা দুই প্রাণ

আপলোড টাইম : ০৮:৩১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাজীডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক শাহ পরান (১৭) ও তার মামাতো ভাই মোটরসাইকেল আরোহী আল মাহমুদের (১৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার সদর উপজেলার হাজীডাঙ্গায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ পরাণ মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে ও তার মামাতো ভাই আল মাহমুদ একই গ্রামে নেছার উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঝিনাইদহের জিয়ানগর বাজার থেকে কোটচাঁদপুর যাওয়ার সময় হাজীডাঙ্গা গ্রামের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী দুজনেই গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা আহত দুজনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে শাহ পরানকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করেন। যশোর হাসপাতালে নেওয়ার পথে কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে তারও মৃত্যু হয়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই যুবককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শাহ পরানকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়। আল মাহমুদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেড হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে মধুহাটি ইনিয়নের বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার জানান, ‘মঙ্গলবার সন্ধ্যার পর জিয়ানগর বাজার থেকে কোটচাঁদপুর যাওয়ার সময় হাজীডাঙ্গা গ্রামের মোড়ে মোটরসাইকেলে নিয়ে দুই যুবক দুর্ঘটনায় পতিত হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হওয়ার কথা আমি শুনেছি। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় যশোর নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য আমি এখন ঘটনাস্থলে রওনা হয়েছি।’