ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনে চুয়াডাঙ্গা. মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে চেক বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

চুয়াডাঙ্গা:
‘সুশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২। দিবসটি পালন উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে যুব ভবনের কনফারেন্স কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তের উপ-পরিচালক মাসুম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। বৃহত্তর এ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করতে পারলে বেকারত্ব নিরসনের পাশাপাশি দেশের অর্থনীতিতে এর এক ইতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল বাংলাদেশের মূল প্রাণ শক্তি আত্মপ্রত্যয়ী যুব উদ্যোক্তারা। যুব উন্নয়নের মাধ্যমেই প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তাই এসব উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার শিক্ষা উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। তবে নেতিবাচক রাজনীতি আমাদের অগ্রগতির জন্য মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়ায়। যুবকদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ট্রেডে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, ইউ আর সির ইন্সক্টেটর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার আমিনুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার জাহিদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান জুয়েল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, দেশ সেবা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, উদ্যোক্তা মনোয়ার হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, তারিকুল ইসলাম ও বাদশা আলম প্রমুখ। আলোচনা সভার শেষে ২৭ প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয় এবং ১০ জন যুবককে প্রশিক্ষণ যুব সনদপত্র প্রদান করা হয়।

জীবননগর:
জীবননগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় অংশ নেয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আয়ুব হোসেন খান, উপজেলা সমবায় অফিসার আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল প্রমুখ।

মুজিবনগর:
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগর পালিত হলো জাতীয় যুব দিবস (২০২২)। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মুজিবনগরের আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজী ওমর ফারুক প্রিন্সসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তর মুজিবনগরের বিভিন্ন অঞ্চলের যুব সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০ জন যুব সদস্যদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোাভাযাত্রা ও আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ থেকে একটি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভোযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় অংশ নেয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানমের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

ঝিনাইদহ:
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন করা হয়। সেখানে গাছের চারা রোপন করা হয়। পরে যুব উন্নয়নের অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দীক, জেলা সমাজ সেবার কার্যলয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রশিক্ষণ গ্রহণ করে উদ্ভাবনী ও উৎপাদনমুখী কর্মে যাওয়ার জন্য যুবদের আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালন

আপলোড টাইম : ০৮:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনে চুয়াডাঙ্গা. মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে চেক বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘সুশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

চুয়াডাঙ্গা:
‘সুশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২২। দিবসটি পালন উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে যুব ভবনের কনফারেন্স কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তের উপ-পরিচালক মাসুম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। বৃহত্তর এ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করতে পারলে বেকারত্ব নিরসনের পাশাপাশি দেশের অর্থনীতিতে এর এক ইতিবাচক প্রভাব পড়বে। ডিজিটাল বাংলাদেশের মূল প্রাণ শক্তি আত্মপ্রত্যয়ী যুব উদ্যোক্তারা। যুব উন্নয়নের মাধ্যমেই প্রশিক্ষণ কর্মমুখী শিক্ষা অর্জন করে আলোকিত মানুষ হওয়া সম্ভব। তাই এসব উদ্যোক্তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকার শিক্ষা উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে আমাদের অর্জন কম নয়। তবে নেতিবাচক রাজনীতি আমাদের অগ্রগতির জন্য মাঝেমধ্যে বাধা হয়ে দাঁড়ায়। যুবকদের প্রতি প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তিতেও আমরা অনেক এগিয়েছি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে যুবকদের ভাগ্য উন্নয়নের পথ সুগম হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, জাতীয় গোয়েন্দা সংস্থা চুয়াডাঙ্গা কার্যালয়ের উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ট্রেডে ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গণু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, ইউ আর সির ইন্সক্টেটর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার আমিনুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার জাহিদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান জুয়েল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুজ্জামান, দেশ সেবা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, উদ্যোক্তা মনোয়ার হোসেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিন, তারিকুল ইসলাম ও বাদশা আলম প্রমুখ। আলোচনা সভার শেষে ২৭ প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৫ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয় এবং ১০ জন যুবককে প্রশিক্ষণ যুব সনদপত্র প্রদান করা হয়।

জীবননগর:
জীবননগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় অংশ নেয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আয়ুব হোসেন খান, উপজেলা সমবায় অফিসার আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল প্রমুখ।

মুজিবনগর:
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগর পালিত হলো জাতীয় যুব দিবস (২০২২)। দিবসটি পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মুজিবনগরের আয়োজনে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি হাজী ওমর ফারুক প্রিন্সসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও যুব উন্নয়ন অধিদপ্তর মুজিবনগরের বিভিন্ন অঞ্চলের যুব সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২০ জন যুব সদস্যদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

গাংনী:
মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোাভাযাত্রা ও আলোচনা সভা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদ থেকে একটি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। শোভোযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় অংশ নেয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানমের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।

ঝিনাইদহ:
‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন করা হয়। সেখানে গাছের চারা রোপন করা হয়। পরে যুব উন্নয়নের অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দীক, জেলা সমাজ সেবার কার্যলয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রশিক্ষণ গ্রহণ করে উদ্ভাবনী ও উৎপাদনমুখী কর্মে যাওয়ার জন্য যুবদের আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুবঋণের চেক বিতরণ করা হয়।’