ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর মাঠে মিলল কৃষকের লাশ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার একটি মাঠ থেকে জগত আলী (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত জগত আলীর পরিবারের সদস্যদের দাবী জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ গতকালই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত জগত আলী গাংনীর উপজেলার আমতৈল গ্রামের মৃত কমেদ আলীর ছেলে।

জগত আলীর স্ত্রী হালিমা খাতুন বলেন, ‘ভোরে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে মাঠের উদ্দেশে বের হন। পরে ১১ টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন কৃষক বাড়িতে খবর দেয়। জমিজমা নিয়ে গ্রামের আব্দুর রহমানের ছেলে গাফ্ফার ও জব্বারের সাথে আমার স্বামীর বিরোধ রয়েছে। এই বিরোধেল জের ধরে তারা হত্যা করা হতে পারে।’

এদিকে, নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘জগত আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হয়ে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীর মাঠে মিলল কৃষকের লাশ!

আপলোড টাইম : ০৯:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনী উপজেলার একটি মাঠ থেকে জগত আলী (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত জগত আলীর পরিবারের সদস্যদের দাবী জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ গতকালই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত জগত আলী গাংনীর উপজেলার আমতৈল গ্রামের মৃত কমেদ আলীর ছেলে।

জগত আলীর স্ত্রী হালিমা খাতুন বলেন, ‘ভোরে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে মাঠের উদ্দেশে বের হন। পরে ১১ টার দিকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন কৃষক বাড়িতে খবর দেয়। জমিজমা নিয়ে গ্রামের আব্দুর রহমানের ছেলে গাফ্ফার ও জব্বারের সাথে আমার স্বামীর বিরোধ রয়েছে। এই বিরোধেল জের ধরে তারা হত্যা করা হতে পারে।’

এদিকে, নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘জগত আলী হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদরোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এটি স্বাভাবিক মৃত্যু না হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হয়ে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’