ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে র‌্যাবের জালে দুই মানবপাচারকারী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: অবৈধ পথে ভারতে মানব পাচারকালে পাচারকারী চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে ঝিনাইদ র‌্যাব-৬। গত শনিবার রাত ১২ টার দিকে যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আজহার উদ্দিন এবং কোরবান আলী।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর চট্রগ্রাম জেলার পৃথিবী রাজ সাহার সাথে হাসান আলী নামের এক ব্যক্তির মোবাইলে ফোনে কথা হয়। মানবপাচারকারী হাসান আলী পৃথিবীকে ভরতে ভাল বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা জানায়। গত ২৭ অক্টোবর ভিকটিম পৃথিবী রাজসহ আরো ২ জন বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনায় আসে। সেখানে একদিন অবস্থান করার পর ২৯ অক্টোবর ওই ৩ জনকে পাচারের উদ্দেশে যশোর নিয়ে যায় পাচারকারী হাসান আলী। হাসান তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে আজহার উদ্দিন ও কোরবান আলীর কাছে হস্তানতর করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ র‌্যাব-৬ চৌগাছা উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় মানবপাচারকারী চক্রের মূলহোতা আজহার উদ্দিন ও কোরবান আলীকে আটক করা হয়।
পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় আটককৃত পাচারকারীসহ ৫ জনকে আসামি করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে র‌্যাবের জালে দুই মানবপাচারকারী

আপলোড টাইম : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: অবৈধ পথে ভারতে মানব পাচারকালে পাচারকারী চক্রের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে ঝিনাইদ র‌্যাব-৬। গত শনিবার রাত ১২ টার দিকে যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আজহার উদ্দিন এবং কোরবান আলী।

র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর চট্রগ্রাম জেলার পৃথিবী রাজ সাহার সাথে হাসান আলী নামের এক ব্যক্তির মোবাইলে ফোনে কথা হয়। মানবপাচারকারী হাসান আলী পৃথিবীকে ভরতে ভাল বেতনে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা জানায়। গত ২৭ অক্টোবর ভিকটিম পৃথিবী রাজসহ আরো ২ জন বাসযোগে চট্রগ্রাম থেকে খুলনায় আসে। সেখানে একদিন অবস্থান করার পর ২৯ অক্টোবর ওই ৩ জনকে পাচারের উদ্দেশে যশোর নিয়ে যায় পাচারকারী হাসান আলী। হাসান তাদের ভারতে পাচারের উদ্দেশ্যে আজহার উদ্দিন ও কোরবান আলীর কাছে হস্তানতর করে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঝিনাইদহ র‌্যাব-৬ চৌগাছা উপজেলার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তিনজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় মানবপাচারকারী চক্রের মূলহোতা আজহার উদ্দিন ও কোরবান আলীকে আটক করা হয়।
পরবর্তীতে ভিকটিম পৃথিবী রাজ সাহা বাদী হয়ে র‌্যাবের সহায়তায় আটককৃত পাচারকারীসহ ৫ জনকে আসামি করে যশোর জেলার চৌগাছা থানায় মামলা দায়ের করে। পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।