ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুই ভ্যানচালকের বাড়িতে ডাকাতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠপাড়ায় দুই ভ্যানচালকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরে অনধিকার প্রবেশ করে মোবাইল ফোন, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার গভীর রাতে বিষয়খালী গ্রামের ভ্যানচালক জিয়ারত আলী শেখ ও হাসেম আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান।

ভ্যানচালক জিয়ারত আলী জানান, রাতে মুখ বাঁধা অবস্থায় ১০-১৫ জন লোক তার বাড়িতে প্রবেশ করে বাড়ির সদস্যদের বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা গরু বিক্রির ৬০ হাজার টাকা, ৩ জোড়া সোনার দুল, দুইটি আংটি, চারটি মোবাইল ফোন, ২০টি শাড়ি ও ৫টি লুঙ্গিসহ ঘরের ব্যবহারিক মালামাল নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী ভ্যানচালক হাসেম আলীর বাড়িতেও ডাকাত দল হানা দিয়ে তার ছেলে নাজমুলের এনজিও থেকে তোলা ৮০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসহ সোনার গহনা নিয়ে যায়।

জিয়ারত ও হাসেম উভয় জানান, ডাকাতদের মুখ বাঁধা থাকায় তাদের চেনা যায়নি। মহারাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান জানান, দুই ভ্যানচালকের গরু বিক্রির টাকা নিতেই হয়ত ডাকাতরা ওই বাড়িতে হানা দেয়। তিনি জানান, ডাকাতির খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ক্ষতিগ্রস্ত দুই ভ্যানচালক অভিযোগ করার জন্য থানায় এসেছে। মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে। মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের আটক করতে ইতঃমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
¬¬

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে দুই ভ্যানচালকের বাড়িতে ডাকাতি

আপলোড টাইম : ০৮:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠপাড়ায় দুই ভ্যানচালকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের ঘরে অনধিকার প্রবেশ করে মোবাইল ফোন, শাড়ি, লুঙ্গি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার গভীর রাতে বিষয়খালী গ্রামের ভ্যানচালক জিয়ারত আলী শেখ ও হাসেম আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান জানান।

ভ্যানচালক জিয়ারত আলী জানান, রাতে মুখ বাঁধা অবস্থায় ১০-১৫ জন লোক তার বাড়িতে প্রবেশ করে বাড়ির সদস্যদের বেঁধে ফেলে। এরপর তারা ঘরে থাকা গরু বিক্রির ৬০ হাজার টাকা, ৩ জোড়া সোনার দুল, দুইটি আংটি, চারটি মোবাইল ফোন, ২০টি শাড়ি ও ৫টি লুঙ্গিসহ ঘরের ব্যবহারিক মালামাল নিয়ে যায়। একই রাতে পার্শ্ববর্তী ভ্যানচালক হাসেম আলীর বাড়িতেও ডাকাত দল হানা দিয়ে তার ছেলে নাজমুলের এনজিও থেকে তোলা ৮০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসহ সোনার গহনা নিয়ে যায়।

জিয়ারত ও হাসেম উভয় জানান, ডাকাতদের মুখ বাঁধা থাকায় তাদের চেনা যায়নি। মহারাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতিকুর রহমান জানান, দুই ভ্যানচালকের গরু বিক্রির টাকা নিতেই হয়ত ডাকাতরা ওই বাড়িতে হানা দেয়। তিনি জানান, ডাকাতির খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ক্ষতিগ্রস্ত দুই ভ্যানচালক অভিযোগ করার জন্য থানায় এসেছে। মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে। মালামাল উদ্ধার ও দুর্বৃত্তদের আটক করতে ইতঃমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
¬¬