ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লাইব্রেরি ও মিউজিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল।

গতকাল দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লাইব্রেরি ও মিউজিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দীন। আলোচন সভায় হামিদুর রহমানের বীরত্বগাঁথা জীবনী তুলে ধরে বক্তব্য দেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো. মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সহযোদ্ধা, নজরুল ইসলাম বগা, শাহজাহান আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি মো. রাজিদুল ইসলাম রাজা ও সম্পাদক মো. ওয়াসিম আকরাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. ওমর ফারুক। স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল বলেন, ‘বীরশেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার গর্ব। স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বগাথা ইতিহাস জাতি কখনোই ভুলবে না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন

আপলোড টাইম : ০৮:৩৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লাইব্রেরি ও মিউজিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল।

গতকাল দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান লাইব্রেরি ও মিউজিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দীন। আলোচন সভায় হামিদুর রহমানের বীরত্বগাঁথা জীবনী তুলে ধরে বক্তব্য দেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মো. মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সহযোদ্ধা, নজরুল ইসলাম বগা, শাহজাহান আলী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি মো. রাজিদুল ইসলাম রাজা ও সম্পাদক মো. ওয়াসিম আকরাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মো. ওমর ফারুক। স্থানীয় সাংসদ শফিকুল আজম খান চঞ্চল বলেন, ‘বীরশেষ্ঠ হামিদুর রহমান ঝিনাইদহ জেলার গর্ব। স্বাধীনতা যুদ্ধে তাঁর বীরত্বগাথা ইতিহাস জাতি কখনোই ভুলবে না।’