ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মুজিবনগরে নানা আয়োজনে প্রথমবারের মতো শিক্ষক দিবস উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিকল্প নেই। পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধা ও মর্যাদা বাড়াতে হবে। এ ধরনের বিভিন্ন দাবির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মুজিবনগরে পৃথক কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

চুয়াডাঙ্গা:
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রুপান্তর শুরু’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে প্রথমবারের মতো উদ্যাপিত হয়েছে শিক্ষক দিবস-২০২২। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে ব্লাড গ্রুপিং নির্ণয় অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষক কমিটির আহ্বায়ক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমুখ।
এসময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন।

মুজিবনগর:
মুজিবনগরে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ স্লোগানে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার মো. কামাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশীদ, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনামুল কবির, প্রভাষক জাহির হোসেন চঞ্চল, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম ফারুক, বখতিয়ার হোসেন, আওলিয়া খাতুন, প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল হাই, আজহারুল হক প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে উপজেলার ৬ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৩ জন প্রাক্তন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মুজিবনগরে নানা আয়োজনে প্রথমবারের মতো শিক্ষক দিবস উদ্যাপন

আপলোড টাইম : ০৬:০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন: শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিকল্প নেই। পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধা ও মর্যাদা বাড়াতে হবে। এ ধরনের বিভিন্ন দাবির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার সারাদেশে পালিত হয়েছে শিক্ষক দিবস। দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মুজিবনগরে পৃথক কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

চুয়াডাঙ্গা:
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রুপান্তর শুরু’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে প্রথমবারের মতো উদ্যাপিত হয়েছে শিক্ষক দিবস-২০২২। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সরকারি কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে ব্লাড গ্রুপিং নির্ণয় অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষক কমিটির আহ্বায়ক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমুখ।
এসময় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়সহ চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা শোভাযাত্রায় অংশ নেন।

মুজিবনগর:
মুজিবনগরে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ স্লোগানে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার মো. কামাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশীদ, মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনামুল কবির, প্রভাষক জাহির হোসেন চঞ্চল, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম ফারুক, বখতিয়ার হোসেন, আওলিয়া খাতুন, প্রাক্তন শিক্ষক আনোয়ার হোসেন, আব্দুল হাই, আজহারুল হক প্রমুখ। এসময় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে উপজেলার ৬ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ৩ জন প্রাক্তন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।