ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একাদশ শ্রেণির বাংলা প্রশ্নে ভুলের সমাহার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / ৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: বর্তমান সময়ে লাঠে উঠেছে স্কুল-কলেজের পড়ালেখা। ক্লাসে ছাত্ররা যেমন কিছুই পারেন না, তেমনি শিক্ষকরাও নানা ক্ষেত্রে মুর্খতার পরিচয় দিচ্ছেন। শিক্ষকদের দায়িত্বশীলতার অভাবে ভুলেভরা প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হচ্ছে। এমন এক ভুলের সমাহার পরিলক্ষিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র (বহু নির্বাচনী অভিক্ষা) বার্ষিক পরীক্ষার প্রশ্নে। শুধু বানান ভুল করা হয়নি, এই ভুলের কারণে গোটা শব্দ পরিবর্তন হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভুলেভরা বাংলা প্রশ্ন নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্রে দেখা গেছে, বিচক্ষণতা’র স্থলে ‘বিচক্ষতা’, মাসি-পিসির স্থানে ‘সামি-পিসি’, ‘জেলার’ বানানে লেখা হয়েছে ‘ঝেলায়’, গল্পের বানান লেখা হয়েছে ‘পল্পে’, উদাহরণ বানান লেখা হয়েছে ‘উদাহণ’, ‘পাতা শূন্য গাছটায়’ এই শব্দের স্থানে লেখা হয়েছে পাতা শূন্য ‘গাছাটায়’।

তথ্য নিয়ে জানা গেছে, কলেজটি সরকারিকরণ করা হলেও নানা জটিলতায় বছরের পর বছর অচলাবস্থা বিরাজ করছে। জনপ্রতিনিধি কর্তৃক শিক্ষকদের মারধর, দীর্ঘদিন বেতন বন্ধ করে রাখা ও কলেজের অধ্যক্ষকে চেয়ারে বসতে দেওয়া হয় না। ফলে শিক্ষক-ছাত্রদের অনেকটা গা সওয়া ভাব রয়েছে। ক্লাস হলেও পড়ালেখা করে না শিক্ষার্থীরা। তার ওপর রাজনৈতিক বিবেচনায় অদক্ষ শিক্ষক নিয়োগের কারণে কলেজটির এখন বেহাল দশা।

প্রশ্নে বানান ভুলের কারণ সম্পর্কে কলেজের একাধিক শিক্ষক জানান, সরকারি মাহতাব উদ্দীন কলেজের মিলি ম্যাডাম এই প্রশ্নপত্র তৈরি করে কালীগঞ্জ উপজেলার সামনের একটি কম্পিউটারের দোকানে রেখে দেন। প্রুফ না দেখেই ওই প্রশ্ন ফটোকপি করে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজের অন্যান্য শিক্ষক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

একাদশ শ্রেণির বাংলা প্রশ্নে ভুলের সমাহার

আপলোড টাইম : ০১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: বর্তমান সময়ে লাঠে উঠেছে স্কুল-কলেজের পড়ালেখা। ক্লাসে ছাত্ররা যেমন কিছুই পারেন না, তেমনি শিক্ষকরাও নানা ক্ষেত্রে মুর্খতার পরিচয় দিচ্ছেন। শিক্ষকদের দায়িত্বশীলতার অভাবে ভুলেভরা প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হচ্ছে। এমন এক ভুলের সমাহার পরিলক্ষিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দীন কলেজের একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্র (বহু নির্বাচনী অভিক্ষা) বার্ষিক পরীক্ষার প্রশ্নে। শুধু বানান ভুল করা হয়নি, এই ভুলের কারণে গোটা শব্দ পরিবর্তন হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভুলেভরা বাংলা প্রশ্ন নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্রে দেখা গেছে, বিচক্ষণতা’র স্থলে ‘বিচক্ষতা’, মাসি-পিসির স্থানে ‘সামি-পিসি’, ‘জেলার’ বানানে লেখা হয়েছে ‘ঝেলায়’, গল্পের বানান লেখা হয়েছে ‘পল্পে’, উদাহরণ বানান লেখা হয়েছে ‘উদাহণ’, ‘পাতা শূন্য গাছটায়’ এই শব্দের স্থানে লেখা হয়েছে পাতা শূন্য ‘গাছাটায়’।

তথ্য নিয়ে জানা গেছে, কলেজটি সরকারিকরণ করা হলেও নানা জটিলতায় বছরের পর বছর অচলাবস্থা বিরাজ করছে। জনপ্রতিনিধি কর্তৃক শিক্ষকদের মারধর, দীর্ঘদিন বেতন বন্ধ করে রাখা ও কলেজের অধ্যক্ষকে চেয়ারে বসতে দেওয়া হয় না। ফলে শিক্ষক-ছাত্রদের অনেকটা গা সওয়া ভাব রয়েছে। ক্লাস হলেও পড়ালেখা করে না শিক্ষার্থীরা। তার ওপর রাজনৈতিক বিবেচনায় অদক্ষ শিক্ষক নিয়োগের কারণে কলেজটির এখন বেহাল দশা।

প্রশ্নে বানান ভুলের কারণ সম্পর্কে কলেজের একাধিক শিক্ষক জানান, সরকারি মাহতাব উদ্দীন কলেজের মিলি ম্যাডাম এই প্রশ্নপত্র তৈরি করে কালীগঞ্জ উপজেলার সামনের একটি কম্পিউটারের দোকানে রেখে দেন। প্রুফ না দেখেই ওই প্রশ্ন ফটোকপি করে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজের অন্যান্য শিক্ষক বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।