ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মুকুল হোসেন জোয়ার্দ্দার নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত মুকুল সদর উপজেলার তেঘরী গ্রামের রহিম জোয়ার্দ্দারের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেনের সাথে সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মুকুল জোয়ার্দ্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় সন্ত্রাসীরা। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন।
আহত মুকুল হোসেন জোয়ার্দ্দার অভিযোগ করেন, হামলায় নাজমুল, সুজন ও নান্নুসহ অজ্ঞাত ব্যক্তিরা অংশ নেয়। বিষয়টি নিয়ে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার ওপর হামলার চেষ্টা করে আসছিল প্রতিপক্ষ কবির হোসেনের সমর্থক নাজমুল, সুজন ও নান্নুরা। আমাকে না পেয়ে আমার সমর্থককে কুপিয়ে জখম করেছে।’

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ‘আমি শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

আপলোড টাইম : ১০:২৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মুকুল হোসেন জোয়ার্দ্দার নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত মুকুল সদর উপজেলার তেঘরী গ্রামের রহিম জোয়ার্দ্দারের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেনের সাথে সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মুকুল জোয়ার্দ্দারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায় সন্ত্রাসীরা। পথচারীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন।
আহত মুকুল হোসেন জোয়ার্দ্দার অভিযোগ করেন, হামলায় নাজমুল, সুজন ও নান্নুসহ অজ্ঞাত ব্যক্তিরা অংশ নেয়। বিষয়টি নিয়ে সুরাট ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমার ওপর হামলার চেষ্টা করে আসছিল প্রতিপক্ষ কবির হোসেনের সমর্থক নাজমুল, সুজন ও নান্নুরা। আমাকে না পেয়ে আমার সমর্থককে কুপিয়ে জখম করেছে।’

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ‘আমি শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।