ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুরে ফসলের ক্ষতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, বারাদী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মেহেরপুর বীজ উৎপাদন খামারে (বিএডিসি) দণ্ডায়মান আমন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর থেকে বয়ে যাওয়া ঝড়ো ও দমকা হাওয়ায় খামারের দণ্ডায়মান আমন ফসলের ধান গাছগুলো কোথাও কোথাও নুয়ে গেছে আবার কোথাও শুয়ে পড়েছে। রাতভর দমকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এমনটি হয়েছে বলে জানা যায়।

সরেজমিনে খামারের বিভিন্ন প্লটের ধানখেতে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমির এক-তৃতীয়াংশ ধান গাছ দমকা হাওয়ায় শুয়ে গেছে। এ বিষয়ে মেহেরপুর বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ কে এম মনিরুজ্জামান বলেন, চলতি অর্থবছরে আমন মৌসুমে অত্র খামারে ২২৫ একর বিভিন্ন জাতের আমন ধানবীজ ফসলের আবাদ করা হয়েছে। এর মধ্যে মাঠে দণ্ডায়মান আনুমানিক ৩৫-৪০ একর আধাপাকা ও মিল্কিং স্টেজে থাকা ধান গাছ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাটিতে শুয়ে গেছে। তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মেহেরপুরে ফসলের ক্ষতি

আপলোড টাইম : ১০:১৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

প্রতিবেদক, বারাদী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মেহেরপুর বীজ উৎপাদন খামারে (বিএডিসি) দণ্ডায়মান আমন ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর থেকে বয়ে যাওয়া ঝড়ো ও দমকা হাওয়ায় খামারের দণ্ডায়মান আমন ফসলের ধান গাছগুলো কোথাও কোথাও নুয়ে গেছে আবার কোথাও শুয়ে পড়েছে। রাতভর দমকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এমনটি হয়েছে বলে জানা যায়।

সরেজমিনে খামারের বিভিন্ন প্লটের ধানখেতে গিয়ে দেখা যায়, অধিকাংশ জমির এক-তৃতীয়াংশ ধান গাছ দমকা হাওয়ায় শুয়ে গেছে। এ বিষয়ে মেহেরপুর বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ কে এম মনিরুজ্জামান বলেন, চলতি অর্থবছরে আমন মৌসুমে অত্র খামারে ২২৫ একর বিভিন্ন জাতের আমন ধানবীজ ফসলের আবাদ করা হয়েছে। এর মধ্যে মাঠে দণ্ডায়মান আনুমানিক ৩৫-৪০ একর আধাপাকা ও মিল্কিং স্টেজে থাকা ধান গাছ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাটিতে শুয়ে গেছে। তাতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে।