ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির নির্বাচন সম্পন্ন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির সভাপতি পদে ওয়াজেদ আলী মণ্ডল ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মুনতাজ আলী নির্বাচিত হন। রিটার্নিং অফিসার (সিনিয়র উপজেলা মৎস্য অফিসার) মো. গোলাম সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির ৬৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান, কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বণী আমীন প্রমুখ।

প্রিজাইডিং অফিসার (উপজেলা পরিসংখ্যান অফিসার) মো. ওলিউর রহমান জানান, এই নির্বাচনে মোট তিনটি পদের বিপরীতে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও কোষাধ্যক্ষ পদে দুইজন। এদের মধ্যে ওয়াজেদ আলী মণ্ডল ছাতা প্রতীকে ৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজদ্দী মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন মোরগ প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধুসূদন হালদার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মুনতাজ আলী হরিণ প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকলেসুর রহমান মই প্রতীকে পেয়েছেন ২৯ ভোট।

সদর উপজেলা মৎস্য অফিসারের দেওয়া তথ্যে জানা যায়, সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির আওতায় ১০০ জনের পরিবর্তে বর্তমানে ৬৬ জন মৎস্যজীবী আছে। অন্যান্য সদস্যরা মারা যাবার কারণে নতুন করে কোনো সদস্য করা হয়নি। এই বাওড়ে প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে কমিটির সভাপতি, সাধারণ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। তাদের মাধ্যমেই বাওড় পরিচালনা করা হয়ে থাকে। তবে সার্বিক বিষয় দেখভাল করেন উপজেলা মৎস্য অফিস। এবারে নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির সভাপতি ওয়াজেদ আলী মণ্ডল জানান, বাওড়ের সকল সমস্যদের সাথে নিয়ে বাওড়ের উন্নয়ন করব। সেই সাথে বাওড়ের সকল সদস্যদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহের সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির নির্বাচন সম্পন্ন

আপলোড টাইম : ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির সভাপতি পদে ওয়াজেদ আলী মণ্ডল ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মুনতাজ আলী নির্বাচিত হন। রিটার্নিং অফিসার (সিনিয়র উপজেলা মৎস্য অফিসার) মো. গোলাম সরোয়ারের সার্বিক তত্ত্বাবধানে গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির ৬৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান, কাতলামারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বণী আমীন প্রমুখ।

প্রিজাইডিং অফিসার (উপজেলা পরিসংখ্যান অফিসার) মো. ওলিউর রহমান জানান, এই নির্বাচনে মোট তিনটি পদের বিপরীতে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুইজন ও কোষাধ্যক্ষ পদে দুইজন। এদের মধ্যে ওয়াজেদ আলী মণ্ডল ছাতা প্রতীকে ৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজদ্দী মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন মোরগ প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধুসূদন হালদার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ ভোট। এছাড়াও কোষাধ্যক্ষ পদে মুনতাজ আলী হরিণ প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকলেসুর রহমান মই প্রতীকে পেয়েছেন ২৯ ভোট।

সদর উপজেলা মৎস্য অফিসারের দেওয়া তথ্যে জানা যায়, সাগান্না বাওড় মৎস্যজীবী কমিটির আওতায় ১০০ জনের পরিবর্তে বর্তমানে ৬৬ জন মৎস্যজীবী আছে। অন্যান্য সদস্যরা মারা যাবার কারণে নতুন করে কোনো সদস্য করা হয়নি। এই বাওড়ে প্রতি দুই বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে কমিটির সভাপতি, সাধারণ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। তাদের মাধ্যমেই বাওড় পরিচালনা করা হয়ে থাকে। তবে সার্বিক বিষয় দেখভাল করেন উপজেলা মৎস্য অফিস। এবারে নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির সভাপতি ওয়াজেদ আলী মণ্ডল জানান, বাওড়ের সকল সমস্যদের সাথে নিয়ে বাওড়ের উন্নয়ন করব। সেই সাথে বাওড়ের সকল সদস্যদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করব।