ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • / ৩৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ মামলায় বিএনপি ও যুবদলের ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জিআর ৩৮২/২২ মামলায় ৯ নেতা-কর্মী স্থায়ী জামিন নিতে গেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. নাজিমুদৌলা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওই মামলার আসামিরা হলেন- সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, বিএনপি নেতা মো. আরশাদ আলী, হাবিব রহমান, নাঈম হোসেন, সুরুজ মোল্লা, যুবদল নেতা সামায়ন হোসেন, ওহিদুল ইসলাম, আব্দুল মালেক, সুজন মিয়া ও মাসুদ হোসেন। এর মধ্যে মামলার প্রধান আসামি সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুন উচ্চআদালত থেকে এখনো জামিনে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ভস্মিভূত হয়। এ ঘটনায় বিএনপিকে দায়ী করে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী ১০ নেতা-কর্মীর নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। এই মামলায় গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে বিএনপি নেতা-কর্মীরা এক মাসের আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল রোববার ঝিনাইদহ জেলা জজ কোর্ট থেকে ৯ আসামি স্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম মশিউর রহমান বলেন, মামলাটি মিথ্যা ও গায়েবী। এই মামলার কোনো ভিত্তি নেই। সাক্ষীরা ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে নোটারির মাধ্যমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ধরেছে বলে লিখিত দিয়েছেন। আসামিরা নাশকতা করার উদ্দেশ্যে আওয়ামী লীগের অফিসে আগুন দেয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা হয়েছে বলে বিএনপি পক্ষের আইনজীবী দাবি করেন। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি নেতা-কর্মীদের জেলহাজতে প্রেরণের নিন্দা জানিয়ে বলেছেন, আইনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

আপলোড টাইম : ০৯:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে অগ্নিসংযোগ মামলায় বিএনপি ও যুবদলের ৯ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জিআর ৩৮২/২২ মামলায় ৯ নেতা-কর্মী স্থায়ী জামিন নিতে গেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. নাজিমুদৌলা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ওই মামলার আসামিরা হলেন- সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, বিএনপি নেতা মো. আরশাদ আলী, হাবিব রহমান, নাঈম হোসেন, সুরুজ মোল্লা, যুবদল নেতা সামায়ন হোসেন, ওহিদুল ইসলাম, আব্দুল মালেক, সুজন মিয়া ও মাসুদ হোসেন। এর মধ্যে মামলার প্রধান আসামি সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল মামুন উচ্চআদালত থেকে এখনো জামিনে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ভস্মিভূত হয়। এ ঘটনায় বিএনপিকে দায়ী করে সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী ১০ নেতা-কর্মীর নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। এই মামলায় গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে বিএনপি নেতা-কর্মীরা এক মাসের আগাম জামিন নেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল রোববার ঝিনাইদহ জেলা জজ কোর্ট থেকে ৯ আসামি স্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম মশিউর রহমান বলেন, মামলাটি মিথ্যা ও গায়েবী। এই মামলার কোনো ভিত্তি নেই। সাক্ষীরা ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে নোটারির মাধ্যমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ধরেছে বলে লিখিত দিয়েছেন। আসামিরা নাশকতা করার উদ্দেশ্যে আওয়ামী লীগের অফিসে আগুন দেয়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা হয়েছে বলে বিএনপি পক্ষের আইনজীবী দাবি করেন। এদিকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি নেতা-কর্মীদের জেলহাজতে প্রেরণের নিন্দা জানিয়ে বলেছেন, আইনের মাধ্যমে তাদের মুক্ত করা হবে।