ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জন্ম আজ থেকে ২৮ বছর আগে, ১৯৯৩ সালের ২২ অক্টোবর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ আন্দোলন গড়ে তোলেন। ২০১৭ সাল থেকে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালির শুরুতে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে, জেল প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক হোসেন জাকির।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষের আচরণের পরিবর্তন হতে হবে। আইন না মানার প্রবণতা মানুষের মধ্যে আছে। সুনাগরিক হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হবে সকলকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অবৈধ যানবাহন যেন সড়কে চলাচল করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনাও করতে হবে। সড়কে মানুষ পারাপারের জন্য জেব্রা-ক্রসিং তৈরি ও বিলবোর্ড লাগাতে হবে পথচারী ও চালকদের সচেতনা বৃদ্ধির জন্য।’
দামুড়হুদা:
দামুড়হুদায় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এই রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, উপজেলা বন বিভাগ কর্মকর্তা রাকিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারী প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, সহকারী মৎস্য অফিসার হামিদুর রহমানসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জীবননগর:
জীবননগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক সালাউদ্দীন কাজল, মিথুন মাহমুদ, মাইক্রোবাস চালক মো. প্রদীপ, সিএনজি চালক হাবিবুর রহমান হবি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সড়কে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিশোরদের হাতে মোটরবাইক দেওয়ার পূর্বে সতর্ক থাকতে হবে। নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইকের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।’
মেহেরপুর:
মেহেরপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্ব শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঝিনাইদহ সার্কেল এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালির শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা বেগম। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো. ইয়ারুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট. পুলিশ বিভাগ, সড়ক ও মহাসড়ক বিভাগ, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক তৈয়ব আলী জোয়ার্দার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি, ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস মালিক সমিতিসহ অন্যান্য সমিতির প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সড়ক সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

আপলোড টাইম : ০৬:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদক:
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জন্ম আজ থেকে ২৮ বছর আগে, ১৯৯৩ সালের ২২ অক্টোবর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ আন্দোলন গড়ে তোলেন। ২০১৭ সাল থেকে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালির শুরুতে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। পরে, জেল প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আলামিন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্তা, নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক হোসেন জাকির।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মানুষের বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। মানুষের আচরণের পরিবর্তন হতে হবে। আইন না মানার প্রবণতা মানুষের মধ্যে আছে। সুনাগরিক হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হবে সকলকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অবৈধ যানবাহন যেন সড়কে চলাচল করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনাও করতে হবে। সড়কে মানুষ পারাপারের জন্য জেব্রা-ক্রসিং তৈরি ও বিলবোর্ড লাগাতে হবে পথচারী ও চালকদের সচেতনা বৃদ্ধির জন্য।’
দামুড়হুদা:
দামুড়হুদায় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এই রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, উপজেলা বন বিভাগ কর্মকর্তা রাকিবুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুনুর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারী প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, সহকারী মৎস্য অফিসার হামিদুর রহমানসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জীবননগর:
জীবননগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসন সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক সালাউদ্দীন কাজল, মিথুন মাহমুদ, মাইক্রোবাস চালক মো. প্রদীপ, সিএনজি চালক হাবিবুর রহমান হবি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সড়কে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন মালিক, যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। কিশোরদের হাতে মোটরবাইক দেওয়ার পূর্বে সতর্ক থাকতে হবে। নিরাপদ পথচারী চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ও জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইকের নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।’
মেহেরপুর:
মেহেরপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ এর উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়ার নেতৃত্ব শোভাযাত্রাটি জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, জেলা ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, বিআরটিএ ইন্সপেক্টর জিয়াউর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
ঝিনাইদহে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঝিনাইদহ সার্কেল এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালির শুরুতে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রমের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা বেগম। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মো. ইয়ারুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট. পুলিশ বিভাগ, সড়ক ও মহাসড়ক বিভাগ, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক তৈয়ব আলী জোয়ার্দার, জেলা আওয়ামী লীগ সহসভাপতি, ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, বাস মিনিবাস মালিক সমিতিসহ অন্যান্য সমিতির প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সড়ক সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।