ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে বিজের শাখা অফিসের উদ্বোধনকালে জেএম ওলিউল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৩৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ২৭৭তম শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় গাংনী পৌরসভার বসুন্ধরা এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়।

বিজ-এর চুয়াডাঙ্গা জোনের জোনাল ম্যানেজার ওলিউল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জোনের সাব জোনাল ম্যানেজার জিল্লুর রহমান, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী নুরুল ইসলাম। অনুষ্ঠানে সিনিয়র কমপ্লায়েন্স অফিসার বকুল ইসলামের পরিচালনা বিজের গাংনী ব্রাঞ্চের ম্যানেজার রশিদ আহমেদ, আসমানখালী ব্রাঞ্চের ম্যানেজার ও মেহেরপুর ব্রাঞ্চের অ্যাকাউন্টস অফিসার শিউলী শারমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেডএম ওলিউল ইসলাম বলেন, ‘এই অঞ্চলের বেকার, দরিদ্র উদ্যোক্তা বা এমন জনগোষ্ঠী যারা সাধারণ ব্যাংকগুলোর ঋণের আওতায় আসতে পারেন না, তাদেরকে আমরা সহজশর্তে ঋণ প্রদান করে স্বাবলম্বী করে তুলবো। এছাড়া পর্যায়ক্রমে শিক্ষা এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নেও বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করবে। তবে প্রথমে আমরা এ অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেছি। এই শাখা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সহজশর্তে ঋণও দেওয়া হবে। পরে ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।’
কয়েকজন ঋণ গ্রহীতাকে ঋণ প্রদানের মাধ্যমে চুয়াডাঙ্গা জোনের জেডএম ওলিউল ইসলামের গাংনী ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিশেষ দোয়া-মোনাজাত ও খাবার বিতরণের মধ্যদিয়ে গাংনী ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে বিজের শাখা অফিসের উদ্বোধনকালে জেএম ওলিউল ইসলাম

আপলোড টাইম : ০৮:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ২৭৭তম শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় গাংনী পৌরসভার বসুন্ধরা এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়।

বিজ-এর চুয়াডাঙ্গা জোনের জোনাল ম্যানেজার ওলিউল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জোনের সাব জোনাল ম্যানেজার জিল্লুর রহমান, বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী নুরুল ইসলাম। অনুষ্ঠানে সিনিয়র কমপ্লায়েন্স অফিসার বকুল ইসলামের পরিচালনা বিজের গাংনী ব্রাঞ্চের ম্যানেজার রশিদ আহমেদ, আসমানখালী ব্রাঞ্চের ম্যানেজার ও মেহেরপুর ব্রাঞ্চের অ্যাকাউন্টস অফিসার শিউলী শারমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেডএম ওলিউল ইসলাম বলেন, ‘এই অঞ্চলের বেকার, দরিদ্র উদ্যোক্তা বা এমন জনগোষ্ঠী যারা সাধারণ ব্যাংকগুলোর ঋণের আওতায় আসতে পারেন না, তাদেরকে আমরা সহজশর্তে ঋণ প্রদান করে স্বাবলম্বী করে তুলবো। এছাড়া পর্যায়ক্রমে শিক্ষা এবং অন্যান্য সামাজিক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নেও বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করবে। তবে প্রথমে আমরা এ অঞ্চলে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেছি। এই শাখা থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সহজশর্তে ঋণও দেওয়া হবে। পরে ধাপে ধাপে অন্যান্য কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।’
কয়েকজন ঋণ গ্রহীতাকে ঋণ প্রদানের মাধ্যমে চুয়াডাঙ্গা জোনের জেডএম ওলিউল ইসলামের গাংনী ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বিশেষ দোয়া-মোনাজাত ও খাবার বিতরণের মধ্যদিয়ে গাংনী ব্রাঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।