ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিকর সারাদিন’।

চুয়াডাঙ্গা:
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিকর সারাদিন’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেন আজিজুল হক এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘সুস্থ জীবনের জন্য আমাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার। ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে। ডিম একটি পরিপূর্ণ খাদ্য। ডিমে মিনারেল ও ভিটামিন আছে। নব্বইয়ের মাঝামাঝি সময়ের তুলনায় বর্তমান সময়ে মা ও শিশু অপুষ্টির হার এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। শুধু ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিনটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে।’

মেহেরপুর:
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টি বয় সারাদিন’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. সাকিবুল ইসলামসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলার খামারিরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

ঝিনাইদহ:
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এ স্লোগানে ঝিনাইদহে বিশ^ ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার সকালে শহরের আরাপপুর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণিসম্পদ বিভাগের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী, কৃত্রিম প্রজনন বিভাগের উপ-পরিচালক ডা. প্রকাশ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মণ্ডল। এসময় বক্তারা, দেহের পুষ্টি পূরণ ও স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন একটি ডিম খাওয়ার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে ডিম বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে

আপলোড টাইম : ০৯:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
নানা আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিকর সারাদিন’।

চুয়াডাঙ্গা:
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিকর সারাদিন’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেন আজিজুল হক এগ্রো বিজনেসের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘সুস্থ জীবনের জন্য আমাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার। ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে। ডিম একটি পরিপূর্ণ খাদ্য। ডিমে মিনারেল ও ভিটামিন আছে। নব্বইয়ের মাঝামাঝি সময়ের তুলনায় বর্তমান সময়ে মা ও শিশু অপুষ্টির হার এক তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। শুধু ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠন, সর্বোপরি ডিমের গুণাগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিনটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে।’

মেহেরপুর:
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টি বয় সারাদিন’ এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. সাকিবুল ইসলামসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলার খামারিরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

ঝিনাইদহ:
‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এ স্লোগানে ঝিনাইদহে বিশ^ ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার সকালে শহরের আরাপপুর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণিসম্পদ বিভাগের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী, কৃত্রিম প্রজনন বিভাগের উপ-পরিচালক ডা. প্রকাশ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মণ্ডল। এসময় বক্তারা, দেহের পুষ্টি পূরণ ও স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন একটি ডিম খাওয়ার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে ডিম বিতরণ করা হয়।