ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন রাজমিস্ত্রি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সংঘর্ষে আহত আমজাদ হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর খবর নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম। নিহত আমজাদ হোসেন শৈলকুপা পৌরসভা এলাকার খালকোলা গ্রামের হোসেন আলীর ছেলে।

গ্রামবাসী জানান, বাড়ির জমি নিয়ে আমজাদ হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই মনোয়ার হোসেন, মুক্তার আলী, উজ্জ্বল হোসেন ও নবীনের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে আমজাদ হোসেনকে পিটিয়ে জখম করা হয়। চাচাতো ভাইয়েরা জোটবদ্ধ হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। আহত অবস্থায় প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বাড়ির সীমানা নিয়ে আমজাদের পিতা হোসেন আলী ও চাচা মসলেম উদ্দীনের সন্তানদের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে আমজাদকে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। লাশ এখনো কুষ্টিয়া হাসপাতালে আছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত শৈলকুপা থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন রাজমিস্ত্রি

আপলোড টাইম : ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সংঘর্ষে আহত আমজাদ হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর খবর নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম। নিহত আমজাদ হোসেন শৈলকুপা পৌরসভা এলাকার খালকোলা গ্রামের হোসেন আলীর ছেলে।

গ্রামবাসী জানান, বাড়ির জমি নিয়ে আমজাদ হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই মনোয়ার হোসেন, মুক্তার আলী, উজ্জ্বল হোসেন ও নবীনের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে আমজাদ হোসেনকে পিটিয়ে জখম করা হয়। চাচাতো ভাইয়েরা জোটবদ্ধ হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। আহত অবস্থায় প্রথমে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার সকালে তিনি মারা যান।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বাড়ির সীমানা নিয়ে আমজাদের পিতা হোসেন আলী ও চাচা মসলেম উদ্দীনের সন্তানদের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে আমজাদকে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। লাশ এখনো কুষ্টিয়া হাসপাতালে আছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত শৈলকুপা থানায় কোনো মামলা হয়নি বলে ওসি জানান।