ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, বারাদী: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি আহমেদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবর হোসেনের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে রানা (১৮) ও আরেক আরোহী আনোয়ারুল ইসলামের ছেলে আলী হোসেন (১২)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে পল্লী বিদ্যুতের মালবাহী একটি পিকআপ ভ্যান বৈদ্যুতিক সরঞ্জাম ডেলিভারির জন্য বারাদী সাব স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ ভ্যানটি সাব স্টেশনের ভেতরে ঢোকার জন্য ডানে মোড় নিলে পিছন থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালকসহ তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। স্থানীয়রা আলী হোসেন ও রানাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে রানার ডান পায়ের হাড় ভেঙে গেছে এবং আলী হোসেন মোটামুটি সুস্থ বলে জানান চিকিৎসক।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’ এদিকে গতকাল রাত ১০টায় জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

আপলোড টাইম : ১২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

প্রতিবেদক, বারাদী: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাব্বি আহমেদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত রাব্বি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আজিবর হোসেনের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল চালক একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে রানা (১৮) ও আরেক আরোহী আনোয়ারুল ইসলামের ছেলে আলী হোসেন (১২)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে পল্লী বিদ্যুতের মালবাহী একটি পিকআপ ভ্যান বৈদ্যুতিক সরঞ্জাম ডেলিভারির জন্য বারাদী সাব স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপ ভ্যানটি সাব স্টেশনের ভেতরে ঢোকার জন্য ডানে মোড় নিলে পিছন থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালকসহ তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। স্থানীয়রা আলী হোসেন ও রানাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে রানার ডান পায়ের হাড় ভেঙে গেছে এবং আলী হোসেন মোটামুটি সুস্থ বলে জানান চিকিৎসক।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’ এদিকে গতকাল রাত ১০টায় জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।