ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুলের মতবিনিময়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর: আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহ্াজ্ব গোলাম রসুল। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর সূর্যোদয় রেস্ট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল বলেন, তৃণমূল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে জেলা পরিষদ চেয়ারম্যান। অন্যান্য নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে একটু ভিন্ন আঙিকে। ইলেক্ট্রনিক ভোটার মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। জেলার তিন উপজেলায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। ফলে ভোট কারচুপির করার কোনো সুযোগ নেই। এবং ভোটারদের ভয় পাওয়া বা সংকোচ প্রকাশের কোনো কারণ নেই।

এসয়য় তিনি বলেন, অন্যান্য ভোটে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়েছে। কিন্ত জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেও নৌকা প্রতীক দেয়নি ফলে জেলা পরিষদ নির্বাচনে সকলেই অংশগ্রহণ করতে পারছেন। আমি দলীয় শৃঙ্খলার মধ্যদিয়েই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরেপেক্ষ হবে এমন প্রত্যাশা রেখে ভোটারদের অভয় দেওয়ার জন্য কাউন্সিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনের প্রতি।
মতবিনিময় সভায় মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক, সহসভাপতি শাকিল রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউদ্দীন, যুগ্ম সম্পাদক সোহাগ মণ্ডল, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক এই আমার দেশ-এর বিভাগীয় প্রতিনিধি নুরুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী গোলাম রসুলের মতবিনিময়

আপলোড টাইম : ১২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

প্রতিবেদক, মুজিবনগর: আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মুজিবনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহ্াজ্ব গোলাম রসুল। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর সূর্যোদয় রেস্ট হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল বলেন, তৃণমূল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা নির্বাচিত হবে জেলা পরিষদ চেয়ারম্যান। অন্যান্য নির্বাচনের তুলনায় এবার নির্বাচন হবে একটু ভিন্ন আঙিকে। ইলেক্ট্রনিক ভোটার মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। জেলার তিন উপজেলায় তিনটি কেন্দ্র স্থাপন করা হবে এবং প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। ফলে ভোট কারচুপির করার কোনো সুযোগ নেই। এবং ভোটারদের ভয় পাওয়া বা সংকোচ প্রকাশের কোনো কারণ নেই।

এসয়য় তিনি বলেন, অন্যান্য ভোটে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক দিয়েছে। কিন্ত জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিলেও নৌকা প্রতীক দেয়নি ফলে জেলা পরিষদ নির্বাচনে সকলেই অংশগ্রহণ করতে পারছেন। আমি দলীয় শৃঙ্খলার মধ্যদিয়েই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরেপেক্ষ হবে এমন প্রত্যাশা রেখে ভোটারদের অভয় দেওয়ার জন্য কাউন্সিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনের প্রতি।
মতবিনিময় সভায় মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ ওমর ফারুক, সহসভাপতি শাকিল রেজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউদ্দীন, যুগ্ম সম্পাদক সোহাগ মণ্ডল, দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক এই আমার দেশ-এর বিভাগীয় প্রতিনিধি নুরুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।