ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল সাড়ে ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করা হয়, সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইলাম উদ্দিন, আব্দুস ছালাম, আ. ছালাম (বিএডিসি), জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাছেদ আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, সহসাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, আসাদুজ্জামান শিমুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছানোয়ার হাসেন, মহিলা সম্পাদক পারভিন খাতুন, সহ-মহিলা সম্পাদক মাজেদা খাতুন, কার্যনির্বাহী সদস্য শেখ শফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন অর-রশিদ, বিএডিসি কেন্দ্রীয় কমিটির শ্রমিক নেতা নিজাম উদ্দিন, চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিক নেতা আব্দুল মোমিন, চুয়াডাঙ্গা মাইক্রোকার পরিবহন শ্রমিক নেতা রানা আহমেদ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মেহেরপুর:
আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এসময় মেহেরপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহাবুব এলাহী, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সোহেল, অন্তত কুমার সাহা, নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুলসহ জেলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মুজিবনগর:
মুজিবনগরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মুজিবনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কালাম আজাদের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মুজিবনগর উপজেলা শ্রমিক লীগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মাফিজ, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন, সবেক বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নানা কর্মসূচির মধ্যদিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে

আপলোড টাইম : ০৯:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল সাড়ে ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করা হয়, সকাল ৯টায় দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা হয়। জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইলাম উদ্দিন, আব্দুস ছালাম, আ. ছালাম (বিএডিসি), জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কাছেদ আলী, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান, সহসাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, আসাদুজ্জামান শিমুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছানোয়ার হাসেন, মহিলা সম্পাদক পারভিন খাতুন, সহ-মহিলা সম্পাদক মাজেদা খাতুন, কার্যনির্বাহী সদস্য শেখ শফিকুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন অর-রশিদ, বিএডিসি কেন্দ্রীয় কমিটির শ্রমিক নেতা নিজাম উদ্দিন, চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিক নেতা আব্দুল মোমিন, চুয়াডাঙ্গা মাইক্রোকার পরিবহন শ্রমিক নেতা রানা আহমেদ, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম, চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিটনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মেহেরপুর:
আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা শ্রমিক লীগের আয়োজনে শহরের কলেজ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। এসময় মেহেরপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহাবুব এলাহী, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ সোহেল, অন্তত কুমার সাহা, নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুলসহ জেলা শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মুজিবনগর:
মুজিবনগরে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মুজিবনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কালাম আজাদের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মুজিবনগর উপজেলা শ্রমিক লীগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মাফিজ, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন, সবেক বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।