ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে দুই চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে দুই চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ওই দুই চালক হলেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মাঠপাড়ার এনায়েত হোসেনের ছেলে আব্দুল হোনেন দুলাল।

ভুক্তভোগী শিমুল জানান, ‘মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে চারজন যাত্রীবেশে আমার ইজিবাইকে ওঠে। গাংনীর উদ্দেশ্যে যাওয়ার সময় মেহেরপুর পুলিশ লাইনসের কাছে পৌঁছালে তারা আমাকে বাতাসা খেতে দেয়। তাদের দেওয়া বাতাসা বিশ্বাস করে খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ আব্দুল হোনেন দুলালের জ্ঞান না ফেরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিমুলের মা জানান, ‘গত ১০ দিন আগে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে ছেলেকে ইজিবাইক কিনে দিয়েছি। ইজিবাইকের শোরুমে এখনো ৮০ হাজার টাকা বাকি আছে। আমি এখন কীভাবে দোকানের ধার ও ব্যাংকের ঋণ শোধ করব।’ এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্থানীয়রা জানান, বিকেলে পুলিশ লাইনস সড়কে অজ্ঞান শিমুল হোসেন ও বিসিক শিল্প এলাকার নর্দমার মধ্যে আব্দুল হোসেন দুলালকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অজ্ঞানপার্টির সদস্যরা দুজনের ইজিবাইক ছিনতাই করেছে এমন সংবাদে হাসপাতালে তথ্য নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। যারা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত, তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে দুই চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

আপলোড টাইম : ০৮:৩৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে দুই চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ওই দুই চালক হলেন মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে শিমুল হোসেন এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মাঠপাড়ার এনায়েত হোসেনের ছেলে আব্দুল হোনেন দুলাল।

ভুক্তভোগী শিমুল জানান, ‘মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে চারজন যাত্রীবেশে আমার ইজিবাইকে ওঠে। গাংনীর উদ্দেশ্যে যাওয়ার সময় মেহেরপুর পুলিশ লাইনসের কাছে পৌঁছালে তারা আমাকে বাতাসা খেতে দেয়। তাদের দেওয়া বাতাসা বিশ্বাস করে খেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ আব্দুল হোনেন দুলালের জ্ঞান না ফেরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিমুলের মা জানান, ‘গত ১০ দিন আগে কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে ছেলেকে ইজিবাইক কিনে দিয়েছি। ইজিবাইকের শোরুমে এখনো ৮০ হাজার টাকা বাকি আছে। আমি এখন কীভাবে দোকানের ধার ও ব্যাংকের ঋণ শোধ করব।’ এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্থানীয়রা জানান, বিকেলে পুলিশ লাইনস সড়কে অজ্ঞান শিমুল হোসেন ও বিসিক শিল্প এলাকার নর্দমার মধ্যে আব্দুল হোসেন দুলালকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, অজ্ঞানপার্টির সদস্যরা দুজনের ইজিবাইক ছিনতাই করেছে এমন সংবাদে হাসপাতালে তথ্য নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। যারা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত, তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।