ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের চার দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হরিণাকুণ্ডু: সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামে হাফিজুর রহমান হাফিজ (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের চারদিন পর গত রোববার বিকেলে তাঁর অর্ধগলিত লাশ কেষ্টপুর গ্রামের একটি ক্যানালের ধার থেকে উদ্ধার করা হয়। হাফিজুর রহমান হরিণাকুণ্ডুর দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

নিহতর চাচা সাবেক চেয়ারম্যান সাবদার আলী জানান, গত ৫ অক্টোবর (বুধবার) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয় তার ভাতিজা হাফিজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৭ অক্টোবর (শুক্রবার) নিহত’র ভাই জাফিরুল ইসলাম হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত রোববার দুপুরে গ্রামের আব্দুল মান্নান নামে এক ব্যক্তি বিলের ধারে একটি মোবাইল ফোন পান। ফোনের সূত্র ধরে গ্রামবাসী হাফিজের লাশের সন্ধান পায়। ফোনটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করে পরিবার। গ্রামবাসী ওই বিলে খোঁজাখুঁজি করে একপর্যায়ে মাটির নিচেই পুতে রাখা হাফিজুর রহমানের পা দেখতে পায়। পরে পুলিশ এসে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের ঘাড়ে ও পিঠে কোপের চিহ্ন পাওয়া গেছে।

নিহত’র ভাই জাফিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে আনিচ মাস্টার, সেকেন্দার আলী ও আব্দুর রহিম টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার দিয়ে হত্যা করেছে। এদিকে রিশখালী গ্রামের সেকেন্দার আলী, মমতাজ উদ্দীন ও কেষ্টপুর গ্রামের তছের আলীর ছেলে কোরবান আলীকে র‌্যাব নিয়ে গেছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও র‌্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরিণাকুণ্ডুু সার্কেলের এএসপি অমিত কুমার বর্মন জানান, তদন্তের স্বার্থে হত্যার মোটিভ ও ক্লু গোপন রাখা হচ্ছে। আমরা কিলার ও পরিকল্পনাকারীদের সন্ধান করছি। দ্রুতই মিডিয়াকে জানানো হবে।
বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সামাজিক বিরোধের কারণে হাফিজুরকে হত্যা করা হতে পারে। কারণ ওই গ্রামে সেকেন্দার আলী ও সাবেক চেয়ারম্যান সাবদার আলীর পরিবারের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। তিনি বলেন, পুলিশ ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহর আলীর ছেলে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নিখোঁজের চার দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপলোড টাইম : ১২:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

প্রতিবেদক, হরিণাকুণ্ডু: সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামে হাফিজুর রহমান হাফিজ (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিখোঁজের চারদিন পর গত রোববার বিকেলে তাঁর অর্ধগলিত লাশ কেষ্টপুর গ্রামের একটি ক্যানালের ধার থেকে উদ্ধার করা হয়। হাফিজুর রহমান হরিণাকুণ্ডুর দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

নিহতর চাচা সাবেক চেয়ারম্যান সাবদার আলী জানান, গত ৫ অক্টোবর (বুধবার) রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয় তার ভাতিজা হাফিজ। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৭ অক্টোবর (শুক্রবার) নিহত’র ভাই জাফিরুল ইসলাম হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত রোববার দুপুরে গ্রামের আব্দুল মান্নান নামে এক ব্যক্তি বিলের ধারে একটি মোবাইল ফোন পান। ফোনের সূত্র ধরে গ্রামবাসী হাফিজের লাশের সন্ধান পায়। ফোনটি হাফিজুর রহমানের বলে শনাক্ত করে পরিবার। গ্রামবাসী ওই বিলে খোঁজাখুঁজি করে একপর্যায়ে মাটির নিচেই পুতে রাখা হাফিজুর রহমানের পা দেখতে পায়। পরে পুলিশ এসে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি গর্ত থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের ঘাড়ে ও পিঠে কোপের চিহ্ন পাওয়া গেছে।

নিহত’র ভাই জাফিরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে আনিচ মাস্টার, সেকেন্দার আলী ও আব্দুর রহিম টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার দিয়ে হত্যা করেছে। এদিকে রিশখালী গ্রামের সেকেন্দার আলী, মমতাজ উদ্দীন ও কেষ্টপুর গ্রামের তছের আলীর ছেলে কোরবান আলীকে র‌্যাব নিয়ে গেছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও র‌্যাবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হরিণাকুণ্ডুু সার্কেলের এএসপি অমিত কুমার বর্মন জানান, তদন্তের স্বার্থে হত্যার মোটিভ ও ক্লু গোপন রাখা হচ্ছে। আমরা কিলার ও পরিকল্পনাকারীদের সন্ধান করছি। দ্রুতই মিডিয়াকে জানানো হবে।
বিষয়টি নিয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সামাজিক বিরোধের কারণে হাফিজুরকে হত্যা করা হতে পারে। কারণ ওই গ্রামে সেকেন্দার আলী ও সাবেক চেয়ারম্যান সাবদার আলীর পরিবারের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। তিনি বলেন, পুলিশ ঝিনাইদহ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহর আলীর ছেলে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।