ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে উপজেলার ৩ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ুর ইউনিয়ন পরিষদের কয়েক জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দিয়ে জোরপূর্বক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল আটটার দিকে ২ নম্বর ওয়ার্ড ভবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, ইউপি সদস্যর ক্ষমতার অপব্যবহারে এলাকাজুড়ে চলছে তীব্র নিন্দার ঝড়। এবিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক ঝড়ু বাগোয়ান ইউনিয়ন পরিষদের কয়েক জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে ২নম্বর ওয়ার্ড ভবরপাড়া গ্রামে যান। এসময় ওই গ্রামের মাইকেল মল্লিকের ছেলে শিলন মল্লিকের পৈতৃক বসতভিটা জোর পূর্বক বিভিন্ন স্থাপনা ভেঙে তারের বেড়া দিয়ে ঘিরে দখল করে।

ভুক্তভোগী মাইকেল মল্লিকের ছেলে শিলন মল্লিক বলেন, ‘আমি বাড়ি ছিলাম না সকালে আমি মাঠে গেলে ঝড়ু মেম্বার তার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমার বাড়িতে এসে আমার স্থাপনার ভেঙে আমার বাড়ির জমি দখল করে নেয়। সিবাস্তিন মল্লিক ঝড়ু আর এস রেকর্ড ধরে ভায়াদি জমির আপোস বন্টননামা না মেনে ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক আমার এই বসতভিটা দখল করছে। ঝড়ু আমার সম্পর্কে চাচাতো ভাই। সে আমার ভাই আবার ইউপি সদস্য হয়ে কিভাবে এই ধরনের নেক্কার জনক কাজ করলো সেটা আমার বোধগম্য নয়। তাই আমি উর্ধ্বতন কর্মকর্তার কাছে বিচারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক ঝড়ু বলেন, ‘আমার দাদু ও পিতার ওয়ারিশ সূত্রে আমি ৬ গুন্ডা জমি পাই এবং ক্রয়কৃত গাইতানের ওয়ারিশগনের চার জনের ওয়ারিশের মধ্যে তিন জনের অংশ ১৪ গুন্ডা সর্বমোট ১৪৬. জমির দলিল এবং দলিল খারিজ খাজনা সম্পূর্ণ আছে। উক্ত জমিতে আমার ইট ও একটা চালা এখনো আছে আমি সেই জমিতে তারের বেড়া দিয়েছি। ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বেড়া দেওয়ার সহযোগীতা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তারা অন্য একটা সালিশে ছিল, সেখান থেকে যাওয়ার পথে আমাকে দেখে তারা একটু দাঁড়িয়ে দেখে। জমি দখলে তারা কোনভাবেই জড়িত না।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মুজিবনগরে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

আপলোড টাইম : ০৬:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে উপজেলার ৩ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ইউপি সদস্য সিবাস্তিন ঝড়ুর ইউনিয়ন পরিষদের কয়েক জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দিয়ে জোরপূর্বক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল আটটার দিকে ২ নম্বর ওয়ার্ড ভবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, ইউপি সদস্যর ক্ষমতার অপব্যবহারে এলাকাজুড়ে চলছে তীব্র নিন্দার ঝড়। এবিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক ঝড়ু বাগোয়ান ইউনিয়ন পরিষদের কয়েক জন ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে ২নম্বর ওয়ার্ড ভবরপাড়া গ্রামে যান। এসময় ওই গ্রামের মাইকেল মল্লিকের ছেলে শিলন মল্লিকের পৈতৃক বসতভিটা জোর পূর্বক বিভিন্ন স্থাপনা ভেঙে তারের বেড়া দিয়ে ঘিরে দখল করে।

ভুক্তভোগী মাইকেল মল্লিকের ছেলে শিলন মল্লিক বলেন, ‘আমি বাড়ি ছিলাম না সকালে আমি মাঠে গেলে ঝড়ু মেম্বার তার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমার বাড়িতে এসে আমার স্থাপনার ভেঙে আমার বাড়ির জমি দখল করে নেয়। সিবাস্তিন মল্লিক ঝড়ু আর এস রেকর্ড ধরে ভায়াদি জমির আপোস বন্টননামা না মেনে ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক আমার এই বসতভিটা দখল করছে। ঝড়ু আমার সম্পর্কে চাচাতো ভাই। সে আমার ভাই আবার ইউপি সদস্য হয়ে কিভাবে এই ধরনের নেক্কার জনক কাজ করলো সেটা আমার বোধগম্য নয়। তাই আমি উর্ধ্বতন কর্মকর্তার কাছে বিচারের দাবি জানাচ্ছি।

এবিষয়ে ইউপি সদস্য সিবাস্তিন মল্লিক ঝড়ু বলেন, ‘আমার দাদু ও পিতার ওয়ারিশ সূত্রে আমি ৬ গুন্ডা জমি পাই এবং ক্রয়কৃত গাইতানের ওয়ারিশগনের চার জনের ওয়ারিশের মধ্যে তিন জনের অংশ ১৪ গুন্ডা সর্বমোট ১৪৬. জমির দলিল এবং দলিল খারিজ খাজনা সম্পূর্ণ আছে। উক্ত জমিতে আমার ইট ও একটা চালা এখনো আছে আমি সেই জমিতে তারের বেড়া দিয়েছি। ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বেড়া দেওয়ার সহযোগীতা করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তারা অন্য একটা সালিশে ছিল, সেখান থেকে যাওয়ার পথে আমাকে দেখে তারা একটু দাঁড়িয়ে দেখে। জমি দখলে তারা কোনভাবেই জড়িত না।’