ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। গত সোমবার দিবাগত রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহতর পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। এসময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহত’র চাচাতো ভাই।
এলাকাবাসী জানায়, তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। গত সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাস ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই নিহত হন সুবীর দাস। রাত একটার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু বকর সিদ্দীক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

আপলোড টাইম : ০৭:৩৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সুবীর কুমার দাস (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। গত সোমবার দিবাগত রাত একটার দিকে চাকলাপাড়ার মির্জা মহলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় নিহতর পিতা সত্যপদ দাস, মা শিখা রানী দাস ও ভাই খোকন দাসও আহত হন। এসময় হামলাকারীদের একজন বিমল দাসের ছেলে মিঠুন দাসও আহত হন। তিনি নিহত’র চাচাতো ভাই।
এলাকাবাসী জানায়, তিন শতক জমি নিয়ে দুই ভাই বিমল ও সত্যপদ দাসের মধ্যে মামলা চলছিল। গত সোমবার আদালতে এই মামলার দিন ছিল। সেখানেই দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। রাতে সপরিবারে পূজা দেখে বাড়ি ফেরার সময় সুবীর কুমার দাস ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই নিহত হন সুবীর দাস। রাত একটার দিকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আবু বকর সিদ্দীক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।