ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে কলাখেতে মিলল নারীর অর্ধগলিত লাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা একটার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি কলাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত হতে পারেনি। তবে স্থানীয়রা মৃতদেহের পাশে পড়ে থাকা মোবাইলে কথা বলে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হয়েছে ওই নারীর নাম মালেকা খাতুন (৫৫)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজিমপুর গ্রামের নুরুল হকের স্ত্রী। পুলিশ ওই পরিবারকে লাশ শনাক্ত করতে আসতে বলেছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামের একটি কলাখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে সার্বিক বিষয়ে জানা যাবে। ধারণা করা হচ্ছে মরদেহটি গত কয়েকদিন আগের। সে কারণে আশপাশে দুর্গন্ধ বের হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে কলাখেতে মিলল নারীর অর্ধগলিত লাশ

আপলোড টাইম : ০৮:৪২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা একটার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামের একটি কলাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত হতে পারেনি। তবে স্থানীয়রা মৃতদেহের পাশে পড়ে থাকা মোবাইলে কথা বলে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হয়েছে ওই নারীর নাম মালেকা খাতুন (৫৫)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা আজিমপুর গ্রামের নুরুল হকের স্ত্রী। পুলিশ ওই পরিবারকে লাশ শনাক্ত করতে আসতে বলেছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিরোজপুর গ্রামের একটি কলাখেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে সার্বিক বিষয়ে জানা যাবে। ধারণা করা হচ্ছে মরদেহটি গত কয়েকদিন আগের। সে কারণে আশপাশে দুর্গন্ধ বের হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।