ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইবি ছাত্রী হত্যা মামলায় স্বামী-শ্বশুর রিমান্ডে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী নিশাত তাসনিন ঊর্মি (২৩) হত্যা মামলায় তাঁর স্বামী আশফাকুজ্জামান প্রিন্স ও শ্বশুর হাশেম শাহের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে গাংনীর প্রথম শ্রেণির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক হাসানের আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী নিশাত তাসনিন ঊর্মি মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন জানান, হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের (সোম-মঙ্গলবার) রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার তাদের গাংনী থানায় নেওয়া হবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এদিকে উর্মির শাশুড়ী পলাতক থাকায় তাঁকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উর্মির বাবা গোলাম কিবরিয়া জানান, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা শেষে উর্মির হত্যাকারীদের বিচারের দাবিতে গাংনী উপজেলা পরিষদ চত্বরে সামনে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। রাজনৈতিক এক শিক্ষক নেতার চাপে মানববন্ধনটি স্থগিত করে দেয় উপজেলার সকল প্রধান শিক্ষক। তিনি আরও জানান, ‘আমি আদৌ আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার পাব?’

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঊর্মিকে তাঁর মাদকাসক্ত স্বামী আশফাকুজ্জামান প্রিন্স গত ৮ সেপ্টেম্বর রাতে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা নাটক সাজিয়েছিলেন বলে অভিযোগ তোলে ঊর্মির পরিবার। এ ঘটনায় ঊর্মির পিতা গোলাম কিবরিয়া গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই ঊর্মির স্বামী আশফাকুজ্জামান প্রিন্স ও তাঁর শ্বশুর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শফিউল ইসলাম হাশেম শাহকে আটক করে গাংনী থানা পুলিশ। যার মামলা নম্বর ০৭, তারিখ ০৯-০৯-২২। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী ঊর্মি হত্যার ঘটনায় তাঁর সহপাঠীরা হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ইবি ছাত্রী হত্যা মামলায় স্বামী-শ্বশুর রিমান্ডে

আপলোড টাইম : ০৮:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী নিশাত তাসনিন ঊর্মি (২৩) হত্যা মামলায় তাঁর স্বামী আশফাকুজ্জামান প্রিন্স ও শ্বশুর হাশেম শাহের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে গাংনীর প্রথম শ্রেণির আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারেক হাসানের আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী নিশাত তাসনিন ঊর্মি মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন জানান, হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের (সোম-মঙ্গলবার) রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার তাদের গাংনী থানায় নেওয়া হবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। এদিকে উর্মির শাশুড়ী পলাতক থাকায় তাঁকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উর্মির বাবা গোলাম কিবরিয়া জানান, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষা শেষে উর্মির হত্যাকারীদের বিচারের দাবিতে গাংনী উপজেলা পরিষদ চত্বরে সামনে একটি মানববন্ধন হওয়ার কথা ছিল। রাজনৈতিক এক শিক্ষক নেতার চাপে মানববন্ধনটি স্থগিত করে দেয় উপজেলার সকল প্রধান শিক্ষক। তিনি আরও জানান, ‘আমি আদৌ আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার পাব?’

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঊর্মিকে তাঁর মাদকাসক্ত স্বামী আশফাকুজ্জামান প্রিন্স গত ৮ সেপ্টেম্বর রাতে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা নাটক সাজিয়েছিলেন বলে অভিযোগ তোলে ঊর্মির পরিবার। এ ঘটনায় ঊর্মির পিতা গোলাম কিবরিয়া গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই ঊর্মির স্বামী আশফাকুজ্জামান প্রিন্স ও তাঁর শ্বশুর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী শফিউল ইসলাম হাশেম শাহকে আটক করে গাংনী থানা পুলিশ। যার মামলা নম্বর ০৭, তারিখ ০৯-০৯-২২। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী ঊর্মি হত্যার ঘটনায় তাঁর সহপাঠীরা হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেন।