ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে প্রবাসীর স্ত্রীর বিষপানে আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ৩২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে সেলিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী সেলিনা আড়পাড়া গ্রামের মাফিজুল ইসলামের স্ত্রী। গতকাল মঙ্গলবার ভোররাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেলিনার স্বামী মাফিজুল বেশ কয়েক বছর যাবত প্রবাস থেকে তাঁর কাছে টাকা পাঠাতেন। গত এক সপ্তাহ পূর্বে প্রবাস থেকে বাড়ি ফিরে মাফিজুল স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চায়। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে সেলিনা স্বামীর ওপর অভিমানে আগাছা দমননাশক বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে কুষ্টিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা দেওয়ার পর সেলিনাকে বাড়িতে নেওয়া হয়েছিল। গত সোমবার রাতে আবারো তিনি অসুস্থ হলে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গতকাল মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে প্রবাসীর স্ত্রীর বিষপানে আত্মহত্যা

আপলোড টাইম : ০৭:৪২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে সেলিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী সেলিনা আড়পাড়া গ্রামের মাফিজুল ইসলামের স্ত্রী। গতকাল মঙ্গলবার ভোররাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেলিনার স্বামী মাফিজুল বেশ কয়েক বছর যাবত প্রবাস থেকে তাঁর কাছে টাকা পাঠাতেন। গত এক সপ্তাহ পূর্বে প্রবাস থেকে বাড়ি ফিরে মাফিজুল স্ত্রীর কাছে পাঠানো টাকার হিসাব চায়। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে সেলিনা স্বামীর ওপর অভিমানে আগাছা দমননাশক বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে কুষ্টিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা দেওয়ার পর সেলিনাকে বাড়িতে নেওয়া হয়েছিল। গত সোমবার রাতে আবারো তিনি অসুস্থ হলে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গতকাল মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান।