ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে সারের অবৈধ মজুদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলাব্যাপী কৃত্রিম সার সংকটের মধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১২ শ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার হাটগোপালপুরে অভিযান চালানো হয়। এসময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামের গোডাউন থেকে ৮ শ বস্তা ও অন্য একটি দোকান থেকে ৪ শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়।

কৃষকরা জানিয়েছেন, ঘরে সার থাকতেও কতিপয় ডিলার সার দিচ্ছে না। আবার বেশি দাম দিলে সার দিচ্ছে। এখন সারের ভরা মৌসুম। জমিতে সার দিতে না পারলে ধানের ক্ষতি হবে। জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরের সাব ডিলাররা সার নিয়ে কারসাজি করছেন বলে অভিযোগ উঠেছে। আবার অনেক সার ডিলার গ্রামের বাজার ঘাটে ব্যবসা না করে শহরে বসে সার বিক্রি করছেন। শৈলকুপায় এমন অভিযোগ সবচেয়ে বেশি।
ঝিনাইদহ সার ডিলার মালিক সমিতির সভাপতি হাজী জাহাঙ্গীর বলেন, সারা জেলায় মোট ডিলার আছে ৭৩ জন। এসব ডিলারের আবার সাব ডিলার আছে ৬৫৭ জন। সাব ডিলাররা মূলত কৃত্রিম সার সংকট সৃষ্টির জন্য কৃষকদের মাঝে পেনিক সৃষ্টি করছে। তাছাড়া জেলায় কোনো সারের সংকট নেই। হাজী জাহাঙ্গীর আরও জানান, জেলার ৬ উপজেলায় কথিত সার সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে সারের অবৈধ মজুদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড টাইম : ১০:৫৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলাব্যাপী কৃত্রিম সার সংকটের মধ্যে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১২ শ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী।
ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার হাটগোপালপুরে অভিযান চালানো হয়। এসময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামের গোডাউন থেকে ৮ শ বস্তা ও অন্য একটি দোকান থেকে ৪ শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়।

কৃষকরা জানিয়েছেন, ঘরে সার থাকতেও কতিপয় ডিলার সার দিচ্ছে না। আবার বেশি দাম দিলে সার দিচ্ছে। এখন সারের ভরা মৌসুম। জমিতে সার দিতে না পারলে ধানের ক্ষতি হবে। জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরের সাব ডিলাররা সার নিয়ে কারসাজি করছেন বলে অভিযোগ উঠেছে। আবার অনেক সার ডিলার গ্রামের বাজার ঘাটে ব্যবসা না করে শহরে বসে সার বিক্রি করছেন। শৈলকুপায় এমন অভিযোগ সবচেয়ে বেশি।
ঝিনাইদহ সার ডিলার মালিক সমিতির সভাপতি হাজী জাহাঙ্গীর বলেন, সারা জেলায় মোট ডিলার আছে ৭৩ জন। এসব ডিলারের আবার সাব ডিলার আছে ৬৫৭ জন। সাব ডিলাররা মূলত কৃত্রিম সার সংকট সৃষ্টির জন্য কৃষকদের মাঝে পেনিক সৃষ্টি করছে। তাছাড়া জেলায় কোনো সারের সংকট নেই। হাজী জাহাঙ্গীর আরও জানান, জেলার ৬ উপজেলায় কথিত সার সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় অভিযান চালানো হচ্ছে।