ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে চাঁদা না পেয়ে জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে আহতের ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে। আহত জিয়াউদ্দীন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারাদি গ্রামের আহাদ আলীর ছেলে।

আহত জিয়াউদ্দীন জানান, ‘গাংনী হাসপাতাল বাজারে আমার কাঠের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আমাকে যারা কুপিয়েছে, তারা মাঝে মধ্যেই আমার প্রতিষ্ঠানে এসে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে যায়। তারাই ধারাবাহিকতায় গত সোমবার এ উপজেলার বাওট গ্রামের জইনির উদ্দীনের ছেলে মানিক, চৌগাছা ভিটাপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে হায়দার আলী ও জমিরুদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম কিছু টাকা চায়। আমি টাকা না দেওয়ায় সারাদিনই আমাকে ফলো করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। রাত পৌনে ১০টার দিকে আমি বাজার থেকে বাসার গেটে পৌঁছায়। এসময় গাড়ির ওপর বসে থাকা অবস্থায় পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় মানিক ও তার সহযোগীরা। পকেটে থাকা ব্যবসার এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমার স্ত্রীসহ পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে গাংনী হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া হাসপাতালে গেলে চিকিৎসক আমার কাধে ১৬টি সেলাই দিয়েছে। আমি গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাক জানান, ‘আমি লিখিত অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপলোড টাইম : ০৭:৫৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে চাঁদা না পেয়ে জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে আহতের ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে। আহত জিয়াউদ্দীন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারাদি গ্রামের আহাদ আলীর ছেলে।

আহত জিয়াউদ্দীন জানান, ‘গাংনী হাসপাতাল বাজারে আমার কাঠের ফার্নিচারের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আমাকে যারা কুপিয়েছে, তারা মাঝে মধ্যেই আমার প্রতিষ্ঠানে এসে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে যায়। তারাই ধারাবাহিকতায় গত সোমবার এ উপজেলার বাওট গ্রামের জইনির উদ্দীনের ছেলে মানিক, চৌগাছা ভিটাপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে হায়দার আলী ও জমিরুদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম কিছু টাকা চায়। আমি টাকা না দেওয়ায় সারাদিনই আমাকে ফলো করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। রাত পৌনে ১০টার দিকে আমি বাজার থেকে বাসার গেটে পৌঁছায়। এসময় গাড়ির ওপর বসে থাকা অবস্থায় পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয় মানিক ও তার সহযোগীরা। পকেটে থাকা ব্যবসার এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমার স্ত্রীসহ পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে গাংনী হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া হাসপাতালে গেলে চিকিৎসক আমার কাধে ১৬টি সেলাই দিয়েছে। আমি গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাক জানান, ‘আমি লিখিত অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’