ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পাশের সনদে শিক্ষক নিয়োগ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষিশিক্ষা শিক্ষক আক্তারুজ্জামানের বিরুদ্ধে এসএসসি পাশের সনদ দিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রবাসী অবস্থায় এসএসসি পাশের সনদ দিয়ে নিয়োগ নিয়ে পরে ডিপ্লোমা করার কথা জানিয়েছেন নিজেই।

গতকাল বুধবার সরেজমিনে জানা গেছে, আক্তারুজ্জামান গ্রামে রাজমিস্ত্রীর কাজ করতেন। কোনো রকম এসএসসি পাশ করেছেন। এরপরে আর লেখাপড়া করেননি। প্রধান শিক্ষকের সহযোগিতায় তৎকালীন সভাপতি নিয়াত উল্লাহ্ সমন্বয়ে অর্থের বিনিময়ে নিয়োগ নিয়েছিলেন তিনি। আক্তারুজ্জামান কিছুদিন আগে গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজ থেকে (ঙঢ়বহ টহরাবৎংরঃু) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন।

এ বিষয়ে আক্তারুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমি ২০০১ সালে এসএসসি পাশ করেছি। এরপর অভাবের তাড়নায় প্রবাসে চলে যাই। আমার স্ত্রী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষকের সমন্বয়ে স্কুলে জমা দেন। ২০০৭ সালে প্রবাস থেকে ফিরে এসে কৃষি ডিপ্লোমা করি।’ তবে কোন কলেজ থেকে কৃষি ডিপ্লোমা করেছেন, সেটা তিনি বলতে পারেননি। সকল কাগজপত্র প্রধান শিক্ষকের কাছে আছে বলে জানিয়েছেন।
প্রধান শিক্ষক সাইদুল হাসান বলেন, ‘আমার জানামতে কাগজপত্র সবই ঠিক আছে।’ তবে নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য কাগজ দেখতে চাইলে তা তিনি দেখাতে পারেননি। গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার জানান, ‘বিষয়টি আমি অবগত আছি। প্রতি বিদ্যালয়টি এমপিও হয়েছে। শিক্ষকদের সকল তথ্যাদি চাওয়া হচ্ছে। যদি তার কাগজপত্রে সমস্যা থাকে যাচাই-বাছাই বাদ দেওয়া হবে।’

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি খানম জানান, উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এমপিও নিবন্ধিত হয়েছে। ওই কৃষি শিক্ষক আক্তারুজ্জামানে পিডিএস আইডি নম্বর ১০১৪৭১১৮৪।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

এসএসসি পাশের সনদে শিক্ষক নিয়োগ!

আপলোড টাইম : ০৭:৫৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষিশিক্ষা শিক্ষক আক্তারুজ্জামানের বিরুদ্ধে এসএসসি পাশের সনদ দিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে। প্রবাসী অবস্থায় এসএসসি পাশের সনদ দিয়ে নিয়োগ নিয়ে পরে ডিপ্লোমা করার কথা জানিয়েছেন নিজেই।

গতকাল বুধবার সরেজমিনে জানা গেছে, আক্তারুজ্জামান গ্রামে রাজমিস্ত্রীর কাজ করতেন। কোনো রকম এসএসসি পাশ করেছেন। এরপরে আর লেখাপড়া করেননি। প্রধান শিক্ষকের সহযোগিতায় তৎকালীন সভাপতি নিয়াত উল্লাহ্ সমন্বয়ে অর্থের বিনিময়ে নিয়োগ নিয়েছিলেন তিনি। আক্তারুজ্জামান কিছুদিন আগে গাংনীর কাজিপুর ডিগ্রি কলেজ থেকে (ঙঢ়বহ টহরাবৎংরঃু) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করেছেন।

এ বিষয়ে আক্তারুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘আমি ২০০১ সালে এসএসসি পাশ করেছি। এরপর অভাবের তাড়নায় প্রবাসে চলে যাই। আমার স্ত্রী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সভাপতি ও প্রধান শিক্ষকের সমন্বয়ে স্কুলে জমা দেন। ২০০৭ সালে প্রবাস থেকে ফিরে এসে কৃষি ডিপ্লোমা করি।’ তবে কোন কলেজ থেকে কৃষি ডিপ্লোমা করেছেন, সেটা তিনি বলতে পারেননি। সকল কাগজপত্র প্রধান শিক্ষকের কাছে আছে বলে জানিয়েছেন।
প্রধান শিক্ষক সাইদুল হাসান বলেন, ‘আমার জানামতে কাগজপত্র সবই ঠিক আছে।’ তবে নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য কাগজ দেখতে চাইলে তা তিনি দেখাতে পারেননি। গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার জানান, ‘বিষয়টি আমি অবগত আছি। প্রতি বিদ্যালয়টি এমপিও হয়েছে। শিক্ষকদের সকল তথ্যাদি চাওয়া হচ্ছে। যদি তার কাগজপত্রে সমস্যা থাকে যাচাই-বাছাই বাদ দেওয়া হবে।’

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি খানম জানান, উপযুক্ত তথ্য-প্রমাণ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি হাড়াভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এমপিও নিবন্ধিত হয়েছে। ওই কৃষি শিক্ষক আক্তারুজ্জামানে পিডিএস আইডি নম্বর ১০১৪৭১১৮৪।