ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

আলমডাঙ্গা:
ভোলায় ছাত্রদলের সভাপতি নুর ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম পুলিশের গুলিতে নিহত এবং জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আজিজুর রহমান পিণ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ কাইসার তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মাহাবুল হক মাস্টার, মোখলেসুর রহমান মিলন, মতিয়ার রহমান, মিলন মালিথা, আব্দুল আওয়াল, মণ্টু, হিমেল, রিঙ্কু, রাজু আহমেদ, বাবু, মানিক, বিপ্লব, বাচ্চু প্রমুখ।
এদিকে আলমডাঙ্গার আসমানখালী বাজারে গাংনী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সাজের হাট সংলগ্ন ফুটবল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, ছাত্রবিষয়ক সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল, আব্দুল মজিদ, রমজান আলী, হামিদুল ইসলাম, সেলিম রেজা, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম খোকন, আশরাফ মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, হাসিবুল ইসলাম, কামাল, মনিরুল, বাবলু, আলিহিম, সিরাজ, বখতিয়ার রহমান, আমছার, ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম, রকি হোসেন, জমসেদ, হাবিব, শাহাদৎ মুন্সি, যুবদল নেতা হাসান কাজী, হাসিবুল ইসলাম সাগর, ওমর ফারুক, ফিরোজ, মুকুল, ফাইনাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির আহম্মেদ সবুজ, বাবু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাংনী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল।

উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উথলী কলেজ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের মেম্বার সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির টিম প্রধান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ, সার, ডিজেল, পেট্রোল, অকটেন, সয়াবিন তেল, চাল, ডাল, ডিম, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম দফায়-দফায় লাগামহীন বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেঁজে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের পাশে সবসময় আছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তিনি বলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। প্রয়োজনে রাজপথে আন্দোলন-সংগ্রামে রক্ত ঝরিয়ে গণতন্ত্র পুনরুউদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি নিরপেক্ষ সরকার গঠন করব ইনশাআল্লাহ। এতদিন আমরা আঘাত পেয়েছি, মার খেয়েছি, আর নয়, এখন সময় এসেছে পাল্টা প্রতিঘাতের। তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিন বিএনপির কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন-সংগ্রাম কর্মসূচি সফল করতে জেলা বিএনপির দূর্দিনের কাণ্ডারী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজ থে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা সমন্বয় টিমের সদস্য ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন ময়েন। স্বাগত বক্তব্য দেন উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দীন জাহিদ। বক্তব্য দেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি সাবেক মেম্বার ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার মাহতাব উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ হেসেন, সাধারণ সম্পাদক স্বপন হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু মিয়া ও নাসিম হায়দার হীরক। ]

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক অমিত হাসান, জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উথলী ইউনিয়ন বিএনপি নেতা আ. গণি, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনার, সরোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, কেডিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এসএম শামীম হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মণ্টু মণ্ডল, সদস্যসচিব এস এম জাভেদ লাল, যুগ্ম আহ্বায়ক স্মরণ, সলেমান, জিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পল্লব খান, হাসাদাহ মামুন, উথলী আরোজ আলী, উথলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি, যুগ্ম সম্পাদক আলামিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন দীপু।

মেহেরপুর:
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যলয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

সমাবেশ বক্তারা বলেন, গুম হওয়া ব্যক্তিরা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা জানেন না স্বজনেরা। প্রতিক্ষণ তাঁরা মানুষটির ফিরে আসার আশায় পথ চেয়ে থাকেন। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলো কতটা অসহায় অবস্থায় আছে, তা বলে বোঝানো যাবে না। তাঁদের কান্না এখনো থামেনি। তাই গুমের ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশ বক্তারা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ভিন্নমতের মানুষের কণ্ঠরোধ করতে গুমের আশ্রয় নিয়েছে। সরকারের হয়ে ওই কাজটি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা এখন সবার কাছেই স্পষ্ট। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশে এসে গুমের শিকার ব্যক্তিদের বাবা-মায়ের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাঁদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। পরের মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

আপলোড টাইম : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

আলমডাঙ্গা:
ভোলায় ছাত্রদলের সভাপতি নুর ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিম পুলিশের গুলিতে নিহত এবং জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আজিজুর রহমান পিণ্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ কাইসার তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক মাহাবুল হক মাস্টার, মোখলেসুর রহমান মিলন, মতিয়ার রহমান, মিলন মালিথা, আব্দুল আওয়াল, মণ্টু, হিমেল, রিঙ্কু, রাজু আহমেদ, বাবু, মানিক, বিপ্লব, বাচ্চু প্রমুখ।
এদিকে আলমডাঙ্গার আসমানখালী বাজারে গাংনী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সাজের হাট সংলগ্ন ফুটবল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজু। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল খালেক, ছাত্রবিষয়ক সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার আলী, গাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল, আব্দুল মজিদ, রমজান আলী, হামিদুল ইসলাম, সেলিম রেজা, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম খোকন, আশরাফ মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, হাসিবুল ইসলাম, কামাল, মনিরুল, বাবলু, আলিহিম, সিরাজ, বখতিয়ার রহমান, আমছার, ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম, রকি হোসেন, জমসেদ, হাবিব, শাহাদৎ মুন্সি, যুবদল নেতা হাসান কাজী, হাসিবুল ইসলাম সাগর, ওমর ফারুক, ফিরোজ, মুকুল, ফাইনাল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির আহম্মেদ সবুজ, বাবু মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাংনী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল।

উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উথলী কলেজ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উথলী ইউনিয়ন পরিষদের মেম্বার সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির টিম প্রধান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ, সার, ডিজেল, পেট্রোল, অকটেন, সয়াবিন তেল, চাল, ডাল, ডিম, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম দফায়-দফায় লাগামহীন বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেঁজে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের পাশে সবসময় আছে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তিনি বলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। প্রয়োজনে রাজপথে আন্দোলন-সংগ্রামে রক্ত ঝরিয়ে গণতন্ত্র পুনরুউদ্ধার করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে একটি নিরপেক্ষ সরকার গঠন করব ইনশাআল্লাহ। এতদিন আমরা আঘাত পেয়েছি, মার খেয়েছি, আর নয়, এখন সময় এসেছে পাল্টা প্রতিঘাতের। তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিন বিএনপির কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন-সংগ্রাম কর্মসূচি সফল করতে জেলা বিএনপির দূর্দিনের কাণ্ডারী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু ও সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজ থে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা সমন্বয় টিমের সদস্য ও সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন ময়েন। স্বাগত বক্তব্য দেন উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দীন জাহিদ। বক্তব্য দেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি সাবেক মেম্বার ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মেম্বার মাহতাব উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ হেসেন, সাধারণ সম্পাদক স্বপন হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু মিয়া ও নাসিম হায়দার হীরক। ]

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক অমিত হাসান, জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দর্শনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, উথলী ইউনিয়ন বিএনপি নেতা আ. গণি, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনার, সরোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, কেডিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এসএম শামীম হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মণ্টু মণ্ডল, সদস্যসচিব এস এম জাভেদ লাল, যুগ্ম আহ্বায়ক স্মরণ, সলেমান, জিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পল্লব খান, হাসাদাহ মামুন, উথলী আরোজ আলী, উথলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি, যুগ্ম সম্পাদক আলামিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন দীপু।

মেহেরপুর:
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যলয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

সমাবেশ বক্তারা বলেন, গুম হওয়া ব্যক্তিরা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা জানেন না স্বজনেরা। প্রতিক্ষণ তাঁরা মানুষটির ফিরে আসার আশায় পথ চেয়ে থাকেন। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলো কতটা অসহায় অবস্থায় আছে, তা বলে বোঝানো যাবে না। তাঁদের কান্না এখনো থামেনি। তাই গুমের ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। সমাবেশ বক্তারা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ভিন্নমতের মানুষের কণ্ঠরোধ করতে গুমের আশ্রয় নিয়েছে। সরকারের হয়ে ওই কাজটি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা এখন সবার কাছেই স্পষ্ট। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশে এসে গুমের শিকার ব্যক্তিদের বাবা-মায়ের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাঁদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা। পরের মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।