ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির ঘুমন্ত নেতা-কর্মীদের ওপর আ.লীগের হামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘুমন্ত বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে বিএনপি। গতকাল রোববারের পৌর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির জন্য গত শনিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীরা বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ও মারধর করে বলে অভিযোগ করা হয়।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাতে ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, অনুপমপুর গ্রামে যুবদল নেতা লিটন হোসেন ও ফজলুর রহমানসহ ৭ জন নেতাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এছাড়া গতকাল রোববার দুপুরের পর থেকেই কালীগঞ্জের দুলালমুন্দিয়া, রায়গ্রাম, লাউতলা, নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাঁধা দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় তাদের হামলায় অন্তত ৭ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদ এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নিহতের ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা স্ট্যান্ডে বিএনপির এক সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্য দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপির ঘুমন্ত নেতা-কর্মীদের ওপর আ.লীগের হামলা

আপলোড টাইম : ০৮:১৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

ঝিনাইদহ অফিস: কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ঘুমন্ত বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে বিএনপি। গতকাল রোববারের পৌর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির জন্য গত শনিবার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীরা বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ও মারধর করে বলে অভিযোগ করা হয়।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাতে ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের হরিগোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, অনুপমপুর গ্রামে যুবদল নেতা লিটন হোসেন ও ফজলুর রহমানসহ ৭ জন নেতাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

এছাড়া গতকাল রোববার দুপুরের পর থেকেই কালীগঞ্জের দুলালমুন্দিয়া, রায়গ্রাম, লাউতলা, নলডাঙ্গাসহ বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের সমাবেশে আসতে বাঁধা দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় তাদের হামলায় অন্তত ৭ জন আহত হয়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও হামিদুল ইসলাম হামিদ এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে জ্বালানি তেল, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় নিহতের ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের নিমতলা স্ট্যান্ডে বিএনপির এক সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্য দেন।