ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে পানির আর্সেনিক মুক্তকরণ স্থাপনার উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের মূল লক্ষ্য। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ সংকটের প্রভাব যেন বাংলাদেশের ওপর না পড়ে সে লক্ষেই সরকার কাজ করছে। শিক্ষার্থীরা এখন সুন্দর থেকে সুন্দরতম স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই সরকারের উন্নয়নমূলক উদ্যোগের কারণে। এই সাড়ে ১৩ বছরে বিদ্যালয় গুলোতে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত দেশগুলোতেও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। এ অবস্থায় দেশের মানুষের জীবনমান ধরে রেখে যেকোনো সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে চায় সরকার। তেলের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তেলের দাম কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী আরো বলেন, এরই মধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতা জয় করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের বাংলাদেশের সিইও ডাক্তার হাসিব মাহমুদ, মেহেরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে এসে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজের গার্ল গাইডস-এর একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনার উদ্বোধন করে দোয়া মোনাজাতে অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে পানির আর্সেনিক মুক্তকরণ স্থাপনার উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আপলোড টাইম : ০২:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন:
ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দেশে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের মূল লক্ষ্য। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। এ সংকটের প্রভাব যেন বাংলাদেশের ওপর না পড়ে সে লক্ষেই সরকার কাজ করছে। শিক্ষার্থীরা এখন সুন্দর থেকে সুন্দরতম স্কুলে পড়ার সুযোগ পাচ্ছে সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই সরকারের উন্নয়নমূলক উদ্যোগের কারণে। এই সাড়ে ১৩ বছরে বিদ্যালয় গুলোতে আমরা ব্যাপকভাবে উন্নয়ন করতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত দেশগুলোতেও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে। এ অবস্থায় দেশের মানুষের জীবনমান ধরে রেখে যেকোনো সমস্যা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে চায় সরকার। তেলের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তেলের দাম কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী আরো বলেন, এরই মধ্যে সরকার করোনাকে সফলভাবে মোকাবিলা করেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতেও নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব পদক্ষেপের মধ্য দিয়ে সরকার সব প্রতিকূলতা জয় করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের বাংলাদেশের সিইও ডাক্তার হাসিব মাহমুদ, মেহেরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে এসে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজের গার্ল গাইডস-এর একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে প্রতিমন্ত্রী ফিতা কেটে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আর্সেনিক ও আয়রনমুক্ত পানির স্থাপনার উদ্বোধন করে দোয়া মোনাজাতে অংশ নেন।