ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির অফিস ভাঙচুর, সভাপতির বাড়িতে হামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির অফিস ও পৌর বিএনপির সভাপতি আবু তালেবের বাড়ি-ঘরে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে এই হামলা চালানো হয় বলে বিএনপি অভিযোগ করেছে।

গণমাধ্যমে দেওয়া ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছ। গতকাল বৃহস্পতিবার শৈলকুপার শেখপাড়া, কোটচাঁদপুরসহ জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। গত বুধবার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী বাজারে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির ওপর হামলা করে। এতে ৬ জন কম-বেশি আহত হন। এর রেশ কাটতে না কাটতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের দিনার বিশ^াস ও জেপি কর্ণেলের নেতৃত্বে শৈলকুপা শহরে মিছিল বের করে। মিছিলটি শৈলকুপা শহরের কবিরপুরে এসে প্রথমে উপজেলা বিএনপির অফিসে ব্যাপক ভাঙচুর করে। হামলায় অফিসের টেবিল, চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় পৌর বিএনপির সভাপতি আবু তালেবের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালায়। জেলা বিএনপি এহেন উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র ও মানবকাধিকার নেই বলে বিএনপির বারবার যে অভিযোগ করে আসছে, এই হামলার মধ্যদিয়ে আওয়ামী লীগ তাই প্রমাণ করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিএনপির অফিস ভাঙচুর, সভাপতির বাড়িতে হামলা

আপলোড টাইম : ০৮:০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির অফিস ও পৌর বিএনপির সভাপতি আবু তালেবের বাড়ি-ঘরে হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে এই হামলা চালানো হয় বলে বিএনপি অভিযোগ করেছে।

গণমাধ্যমে দেওয়া ঝিনাইদহ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছ। গতকাল বৃহস্পতিবার শৈলকুপার শেখপাড়া, কোটচাঁদপুরসহ জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। গত বুধবার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী বাজারে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির ওপর হামলা করে। এতে ৬ জন কম-বেশি আহত হন। এর রেশ কাটতে না কাটতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ ও যুবলীগের দিনার বিশ^াস ও জেপি কর্ণেলের নেতৃত্বে শৈলকুপা শহরে মিছিল বের করে। মিছিলটি শৈলকুপা শহরের কবিরপুরে এসে প্রথমে উপজেলা বিএনপির অফিসে ব্যাপক ভাঙচুর করে। হামলায় অফিসের টেবিল, চেয়ার ও বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় পৌর বিএনপির সভাপতি আবু তালেবের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুরের চেষ্টা চালায়। জেলা বিএনপি এহেন উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র ও মানবকাধিকার নেই বলে বিএনপির বারবার যে অভিযোগ করে আসছে, এই হামলার মধ্যদিয়ে আওয়ামী লীগ তাই প্রমাণ করেছে।