ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
দামুড়হুদা:
ভোলায় ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা ও জ্বালানি তেল, বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দামুড়হুদার নাটুদহ ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নাটুদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উসমান গণি বিশ্বাস।
দামুড়হুদার নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য কামরুজ্জামান টুনু ও জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী।
দামুড়হুদা উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা সহিদুল মোল্লা, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আজিজুল হক কল্লা, সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা উপজেলা যুবদল নেতা তোতাম মিয়া, সামসুল আলম, শামসুজ্জোহা পলাশ, প্রভাষক আবুল হাসেম, যুবদল নেতা রানা, যুবদল নেতা ইমান আলী, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মাসুদ রানা, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব সুলতান জসিম, জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা জামিরুল হাসান, রাশিদুল ইসলাম প্রমুখ।
দর্শনা:
সারাদেশে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, খুন, গুম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যেবৃদ্ধির প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দর্শনা পৌর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী।
তিনি তার বক্তব্যে বলেন, ভোটবিহীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সারাদেশে বিএনপির নেতা কর্মীদের হত্যা, খুন ও গুমের রাজ্যে পরিণত করেছে। বিএনপি সকল নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। শেখ হাসিনার সরকারকে পতন করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। তিনি আরও বলেন, এ সরকার দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। ফলে এ সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা এনামুল হক শাহ মুকুল, শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম সাবু ও নাসীর উদ্দিন খেদু। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র শরিফ উদ্দিন, মশিউর রহমান, ফারুক আহম্মেদ, শাহিন আলী, হারেজ উদ্দিন ডাবলু, জাহান আলী, পলাশ আহম্মেদ, সরোয়ার হোসেন, মোর্শেদুল ইসলাম, নাসীর উদ্দিন হাসু, রাশেদ আহম্মেদ শফি, আব্দুল মান্নান, জাকির হোসেন ও আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন নাহারুল ইসলাম মাস্টার।
মেহেরপুর:
মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ছাত্রনেতা নূরে আলমকে হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, চাল, ডাল, তেল, সারসহ সকল দ্রব্যেমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। মেহেরপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন ছাতু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথি গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, চাল, ডাল, তেল, সারসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সরকারের প্রতি নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

আপলোড টাইম : ০৮:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন:
সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
দামুড়হুদা:
ভোলায় ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা ও জ্বালানি তেল, বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দামুড়হুদার নাটুদহ ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নাটুদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন নাটুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উসমান গণি বিশ্বাস।
দামুড়হুদার নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোকাররম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য কামরুজ্জামান টুনু ও জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ঈদ্রীস আলী।
দামুড়হুদা উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা সহিদুল মোল্লা, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান বাবু, যুগ্ম সম্পাদক আজিজুল হক কল্লা, সাংগঠনিক সম্পাদক আক্তার ফারুক, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা উপজেলা যুবদল নেতা তোতাম মিয়া, সামসুল আলম, শামসুজ্জোহা পলাশ, প্রভাষক আবুল হাসেম, যুবদল নেতা রানা, যুবদল নেতা ইমান আলী, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মাসুদ রানা, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, সদস্যসচিব সুলতান জসিম, জেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা জামিরুল হাসান, রাশিদুল ইসলাম প্রমুখ।
দর্শনা:
সারাদেশে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, খুন, গুম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যেবৃদ্ধির প্রতিবাদে দর্শনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় দর্শনা পৌর ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী।
তিনি তার বক্তব্যে বলেন, ভোটবিহীন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে সারাদেশে বিএনপির নেতা কর্মীদের হত্যা, খুন ও গুমের রাজ্যে পরিণত করেছে। বিএনপি সকল নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। শেখ হাসিনার সরকারকে পতন করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। তিনি আরও বলেন, এ সরকার দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। ফলে এ সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা এনামুল হক শাহ মুকুল, শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম সাবু ও নাসীর উদ্দিন খেদু। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র শরিফ উদ্দিন, মশিউর রহমান, ফারুক আহম্মেদ, শাহিন আলী, হারেজ উদ্দিন ডাবলু, জাহান আলী, পলাশ আহম্মেদ, সরোয়ার হোসেন, মোর্শেদুল ইসলাম, নাসীর উদ্দিন হাসু, রাশেদ আহম্মেদ শফি, আব্দুল মান্নান, জাকির হোসেন ও আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন নাহারুল ইসলাম মাস্টার।
মেহেরপুর:
মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, ছাত্রনেতা নূরে আলমকে হত্যার প্রতিবাদে ও গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, চাল, ডাল, তেল, সারসহ সকল দ্রব্যেমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। মেহেরপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন ছাতু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথি গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানি তেল, গণপরিবহনের ভাড়া, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, চাল, ডাল, তেল, সারসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সরকারের প্রতি নিন্দা জ্ঞাপন করে বক্তব্য দেন।