ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণশুনানি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে অগ্রগতি বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউস’র উদ্যোগে প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস অ্যাকটিভিটের অর্থায়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড পিসি মো. আনিসুজ্জামান, লাইট হাউজ মেহেরপুরের উপজেলা সমন্বয়ক মোছা. সিমা আক্তার, ইউপি সদস্য হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক ই্উপি সদস্য সদস্য মুস্তাক রাজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ সেলিম রেজা বলেন, সারাদেশে ৪০ লাখ মামলার বিপরীতে বিচারক মাত্র ১৮শ জন। একজন বিচারকের মাথার ওপর প্রায় ২২শ মামলা। এ কারণে বাংলাদেশে একটি মামলা শেষ হতে ৫-৭ বছর লাগে। এ ভোগান্তি কমাতে সরকার লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেছে। এবং কোনো গরিব মানুষ মামলা করেছে অথবা মামলায় পড়েছে, কিন্তু তাদের মামলা চালানোর সামর্থ্য নেয়, তাদের আইনগত সহায়তা প্রদান করবে লিগ্যাল এইড।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণশুনানি

আপলোড টাইম : ০৭:৩৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে অগ্রগতি বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউস’র উদ্যোগে প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস অ্যাকটিভিটের অর্থায়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড পিসি মো. আনিসুজ্জামান, লাইট হাউজ মেহেরপুরের উপজেলা সমন্বয়ক মোছা. সিমা আক্তার, ইউপি সদস্য হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, সাবেক ই্উপি সদস্য সদস্য মুস্তাক রাজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী জজ সেলিম রেজা বলেন, সারাদেশে ৪০ লাখ মামলার বিপরীতে বিচারক মাত্র ১৮শ জন। একজন বিচারকের মাথার ওপর প্রায় ২২শ মামলা। এ কারণে বাংলাদেশে একটি মামলা শেষ হতে ৫-৭ বছর লাগে। এ ভোগান্তি কমাতে সরকার লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেছে। এবং কোনো গরিব মানুষ মামলা করেছে অথবা মামলায় পড়েছে, কিন্তু তাদের মামলা চালানোর সামর্থ্য নেয়, তাদের আইনগত সহায়তা প্রদান করবে লিগ্যাল এইড।