ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

গড়াইটুপি:
সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে গড়াইটুপি তেঁতুলতলা মাঠে দর্শনা থানাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী খাজা আবুল হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আকতার হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আহম্মদ আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম, সহসাধারণ সম্পাদক সাহাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টোটন, যুবদল নেতা কামাল হোসেন মেম্বারসহ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম।

দামুড়হুদা:
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ডুগডুগী পশুহাট চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাউলী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শমশের আলী। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য রফিকুল হাসান তনু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য কামরুজ্জামান টুনু।
হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আখতার সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, হাউলী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবু নোমান পাপন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসাইন, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সোহেল, দামুড়হুদা উপজেলা যুবদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম রিপন, শামসুজ্জোহা পলাশ, প্রভাষক আবুল হাসেম, যুবদল নেতা রানা, হাসান গাজী, মমিনুল ইসলাম মমিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তফা কামাল, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিব উদ্দিন, আমিরুল ইসলাম, আরিফুল হক, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, হারুন, হাসান প্রমুখ।

আন্দুলবাড়ীয়া:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দুলবাড়ীয়া ও রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল বুধবার বিকেল পাঁচটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে বকুলতলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের যৌথ সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির টিম প্রধান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সার, ডিজেল,পেট্রোল, সয়াবিন তেল, চাল, ডাল, ডিম ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায়-দফায় বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান সরকার লুটপাটের সরকার। তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী দিন বিএনপির কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন-সংগ্রাম কর্মসূচি সফল করতে জেলা বিএনপির দূর্দিনের কাণ্ডারী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু এবং সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা সমন্বয় টিমের সদস্য ও সীমান্ত ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাহজান আলী। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান। এছাড়া বক্তব্য দেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দীন বাদল, রায়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান স্বপন ও জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মণ্টু মণ্ডল, সদস্যসচিব এস এম জাভেদ লাল, মোল্লা ফয়েজ আহমেদসহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাঁকা গ্রামের সাবেক মেম্বার মফিজ উদ্দীন এবং সানোয়ার হোসেনের নেতৃত্বে জাহাঙ্গীর আলম, ইন্তাজ আলীসহ বেশকিছু নেতা-কর্মী খোকন খানের হাতে-হাত রেখে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন আলী।

ঝিনাইদহ:
জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পণ্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহত’র ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধুহাটি, মধুহাটি, সাগান্না, হলিধানী ও কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতা-কর্মী ডাকবাংলা বাজারে জড়ো হতে থাকে। বিকেলে মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আলাউদ্দীনের মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, আবুল বাশার বাশি, আলাউদ্দীন আল মামুন, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, তুহিন আক্তার লাল ও আলফাজ উদ্দীন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, জনতার উর্মি জেগে উঠেছে। ভারত ছাড়া হাসিনা সরকারের মন্ত্রী-এমপিদের পালানোর পথ নেই। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, আয়-রোজগার নেই অথচ সরকারের মন্ত্রীরা জনগণ নিয়ে তামাশা করেন। তিনি বলেন, পুলিশ বাদে আওয়ামী লীগ নেতারা রাস্তায় নেমে দেখুক, তাদের জনপ্রিয়তা কত।
এদিকে, বিএনপির মিছিল থেকে বাড়ি ফেরার পথে ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৬ বিএনপি কর্মী আহত হন। আওয়ামী লীগের লোকজন লগি-বৈঠা নিয়ে হামলা চালালে সদর উপজেলার বাথপুকুর গ্রামের আব্দুস সালাম, জহিরুল ইসলাম, আলম, মধুহাটি ইউনিয়নের আবু তৈয়ব, নাসির উদ্দীন ও হলিধানীর আব্দুল হান্নান আহত হন বলে জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আহত নেতা-কর্মীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় পৌঁছালে হামলাকারীরা চলে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা

আপলোড টাইম : ০৭:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

গড়াইটুপি:
সারাদেশে গুম, খুন, ভয়াবহ লোডশেডিং, সার ও নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোলা জেলা বিএনপির সমাবেশে নিহত ও দেশব্যাপী দলীয় নেতা-কর্মীদের দমন-পীড়ণের প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে গড়াইটুপি তেঁতুলতলা মাঠে দর্শনা থানাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী খাজা আবুল হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আকতার হোসেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আহম্মদ আলী, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর ইসলাম, সহসাধারণ সম্পাদক সাহাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টোটন, যুবদল নেতা কামাল হোসেন মেম্বারসহ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম।

দামুড়হুদা:
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে হাউলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ডুগডুগী পশুহাট চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাউলী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি শমশের আলী। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য রফিকুল হাসান তনু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য কামরুজ্জামান টুনু।
হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আখতার সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, হাউলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, হাউলী ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবু নোমান পাপন, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দেলোয়ার হোসাইন, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সোহেল, দামুড়হুদা উপজেলা যুবদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম রিপন, শামসুজ্জোহা পলাশ, প্রভাষক আবুল হাসেম, যুবদল নেতা রানা, হাসান গাজী, মমিনুল ইসলাম মমিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি মোস্তফা কামাল, হাউলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিব উদ্দিন, আমিরুল ইসলাম, আরিফুল হক, হাউলী ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম আরিফ, হারুন, হাসান প্রমুখ।

আন্দুলবাড়ীয়া:
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দুলবাড়ীয়া ও রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল বুধবার বিকেল পাঁচটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের সামনে বকুলতলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের যৌথ সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির টিম প্রধান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সার, ডিজেল,পেট্রোল, সয়াবিন তেল, চাল, ডাল, ডিম ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায়-দফায় বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান সরকার লুটপাটের সরকার। তিনি আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আগামী দিন বিএনপির কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন-সংগ্রাম কর্মসূচি সফল করতে জেলা বিএনপির দূর্দিনের কাণ্ডারী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু এবং সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির উপজেলা সমন্বয় টিমের সদস্য ও সীমান্ত ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাহজান আলী। স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান। এছাড়া বক্তব্য দেন সীমান্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দীন বাদল, রায়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান স্বপন ও জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান হাফিজ, জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মণ্টু মণ্ডল, সদস্যসচিব এস এম জাভেদ লাল, মোল্লা ফয়েজ আহমেদসহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠান শেষে বিএনপির আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগদান করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পাঁকা গ্রামের সাবেক মেম্বার মফিজ উদ্দীন এবং সানোয়ার হোসেনের নেতৃত্বে জাহাঙ্গীর আলম, ইন্তাজ আলীসহ বেশকিছু নেতা-কর্মী খোকন খানের হাতে-হাত রেখে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন আলী।

ঝিনাইদহ:
জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পণ্যের মূল্যবৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে নিহত’র ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাধুহাটি, মধুহাটি, সাগান্না, হলিধানী ও কুমড়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরের পর থেকে বিভিন্ন গ্রাম থেকে শত শত নেতা-কর্মী ডাকবাংলা বাজারে জড়ো হতে থাকে। বিকেলে মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে আলাউদ্দীনের মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, অ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, আবুল বাশার বাশি, আলাউদ্দীন আল মামুন, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান কামাল, তুহিন আক্তার লাল ও আলফাজ উদ্দীন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ বলেন, জনতার উর্মি জেগে উঠেছে। ভারত ছাড়া হাসিনা সরকারের মন্ত্রী-এমপিদের পালানোর পথ নেই। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারে না, আয়-রোজগার নেই অথচ সরকারের মন্ত্রীরা জনগণ নিয়ে তামাশা করেন। তিনি বলেন, পুলিশ বাদে আওয়ামী লীগ নেতারা রাস্তায় নেমে দেখুক, তাদের জনপ্রিয়তা কত।
এদিকে, বিএনপির মিছিল থেকে বাড়ি ফেরার পথে ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ৬ বিএনপি কর্মী আহত হন। আওয়ামী লীগের লোকজন লগি-বৈঠা নিয়ে হামলা চালালে সদর উপজেলার বাথপুকুর গ্রামের আব্দুস সালাম, জহিরুল ইসলাম, আলম, মধুহাটি ইউনিয়নের আবু তৈয়ব, নাসির উদ্দীন ও হলিধানীর আব্দুল হান্নান আহত হন বলে জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আহত নেতা-কর্মীদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় পৌঁছালে হামলাকারীরা চলে যায়।